সিএবি আন্তঃজেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নদিয়ার মেয়েরা

সিএবি পরিচালিত আন্তঃজেলা ক্রিকেটে চাম্পিয়ন হল নদিয়ার মেয়েরা। শুক্রবার কোচবিহার স্টেডিয়ামে ফাইনালে উত্তর ২৪ পরগণাকে হারিয়ে তাঁরা চাম্পিয়ন হন। ৯ রানে তাঁরা উত্তর ২৪ পরগণাকে হারিয়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০০:৩৬
Share:

বিজয়িনী: জয়ের পর নদিয়ার মহিলা ক্রিকেট দল। নিজস্ব চিত্র

সিএবি পরিচালিত আন্তঃজেলা ক্রিকেটে চাম্পিয়ন হল নদিয়ার মেয়েরা। শুক্রবার কোচবিহার স্টেডিয়ামে ফাইনালে উত্তর ২৪ পরগণাকে হারিয়ে তাঁরা চাম্পিয়ন হন। ৯ রানে তাঁরা উত্তর ২৪ পরগণাকে হারিয়ে দেন।

Advertisement

নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত চট্টোপাধ্যায় বলছেন, “মহিলা ক্রিকেট দলের দুই কোচ মৌমিতা চক্রবর্তী এবং অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে সারা বছর ধরে কঠোর অনুশীলন করেছেন মেয়েরা। এই জয় সেই খাটুনির ফসল।’’

নদিয়া জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, বছর চারেক হল সিএবি আন্তঃজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে। প্রথম বছর নদিয়া জেলা রানার্স হয়েছিল। পরের দু’বছর সেমি ফাইনাল যেতে পারে তারা। জয় এল এ বছর।

Advertisement

কোচ মৌমিতা চক্রবর্তী বলেন, “রূপা দত্তের ৪৮ রান জেতার পথ সহজ করে। পাঁচ বোলারের সামনেও দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ।”

নদিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। রূপা দত্ত ৪৮ রানে অপরাজিত থাকেন। জবাবে ৩৮ ওভারে উত্তর ২৪ পরগণা গুটিয়ে যায়। সব উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। নদিয়ার বোলার মৌলি মণ্ডল, মিতা পাল, অম্বিকা গুহ দু’টি করে উইকেট পান। পম্পা সরকার এবং সুস্মিতা গঙ্গোপাধ্যায় একটি করে উইকেট পান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন