Sports News

কদিন আগেও সুতোয় ঝুলছিল কেরিয়ার, জোড়া রেকর্ড লিয়ঁর

বার বার বাদ পড়তে হয়েছে। ফর্ম সব সময় সঙ্গ দেয়নি। ২০১১ তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক। তাঁর খেলেছেন কিন্তু সে ভাবে নিজেকে চেনাতে পারেননি। ভারতের বিরুদ্ধে ফিরলেন স্বমহিমায়। চেনালেন জাত। বিশ্বাস হচ্ছিল না স্বয়ং লিয়ঁরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ১৮:৫৬
Share:

দিনের সফলতম বোলার নাথান লিয়ঁ।পিটিআই।

বার বার বাদ পড়তে হয়েছে। ফর্ম সব সময় সঙ্গ দেয়নি। ২০১১ তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক। তাঁর খেলেছেন কিন্তু সে ভাবে নিজেকে চেনাতে পারেননি। ভারতের বিরুদ্ধে ফিরলেন স্বমহিমায়। চেনালেন জাত। বিশ্বাস হচ্ছিল না স্বয়ং লিয়ঁরও। দিনের শেষে বলছিলেন, ‘‘আমি ঠিক জানি না কী বলব। শেষ কয়েক ঘণ্টা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। অনেকদিন পর অনেকক্ষণ হাসলাম।’’

Advertisement

প্রথম টেস্টে পুণেতে অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব তুলে নিয়েছিলেন শন কিফ। দুই ইনিংস মিলে মোট ১২ উইকেট এসেছিল তাঁর দখলে। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সেই দায়িত্ব হাত বদলে চলে এল নাতান লিয়ঁর কাছে। ৫০ রানের তাঁর আট উইকেটের ধাক্কায় ভারতের প্রথম ইনিংস প্রথম দিনই শেষ হয়ে গেল ১৮৯ রানে।

আরও খবর: এ বার লিয়ঁর স্পিনে কুপোকাত ভারতীয় ব্যাটিং, একা লড়লেন রাহুল

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement