Australia

অস্ট্রেলিয়ার জার্সি মনে পড়াচ্ছে অ্যালান বর্ডারের দলকে

সেই ম্যাচ থেকেই নতুন জার্সিতে দেখা যাবে অজি খেলোয়াড়দের।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৫০
Share:

নতুন জার্সিতে অস্ট্রেলিয়া দল। ছবি টুইটার থেকে।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় করেছে ভারত। আগামী শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই ফিরে এল ১৯৮৬ সালের অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের স্মৃতি। সৌজন্যে আগামী এক দিনের সিরিজে অস্ট্রেলিয়া দলের জার্সি।

Advertisement

১২ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম একদিনের ম্যাচে অ্যারন ফিঞ্চ বাহিনীর মোকাবিলা করবে ভারত। সেই ম্যাচ থেকেই নতুন জার্সিতে দেখা যাবে অজি খেলোয়াড়দের।

এই ম্যাচে যে জার্সি পরে খেলবে অ্যারন ফিঞ্চ-পিটার সিডলরা, সেই জার্সি দেখতে হবহু ১৯৮৬-র অস্ট্রেলিয়া দলের জার্সির মতো।

Advertisement

এই জার্সি প্রকাশিত হওয়ার পর থেকেই অ্যালান বর্ডারের দলের সঙ্গে বর্তমানের অস্ট্রেলিয়া দলের তুলনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।

বেশ কিছুদিন দলের বাইরে থাকার পর এই সিরিজে ফের খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার পিটার সিডলকে।

আরও পড়ুন: দেশে ফিরে পরিবারের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন পূজারা

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement