Sheffield Shield

৩২ অল আউট, ব্র্যাডম্যান-স্টিভ স্মিথের দলের দাঁত কপাটি বেরিয়ে গেল

একাই ৭ উইকেট নিয়ে বিপক্ষের দাঁত কপাটি বার করে দিলেন বোলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৮:১৩
Share:

দুরবস্থা ব্র্যাডম্যান, স্মিথের দলের।

একাই ৭ উইকেট নিয়ে বিপক্ষের দাঁত কপাটি বার করে দিলেন বোলার। কারণ বিপক্ষ ৩২ অল আউট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমানিয়ার জ্যাকসন বার্ডের দাপটে নিউ সাউথ ওয়েলসের ইনিংস শেষ হয়ে গেল ৩২ রানে। ডন ব্র্যাডম্যান, অ্যালান বর্ডার, মার্ক টেলর, স্টিভ ওয়, মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের নিউ সাউথ ওয়েলসের এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সবথেকে কম রানের ইনিংস।

Advertisement

জোরে বোলার বার্ড ১৮ রান দিয়ে ৭ উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯টি টেস্ট খেলা বার্ড প্রথম ৮ বলে ৩ উইকেট নেন। তখনও নিউ সাউথ ওয়েলস একটা রানও করতে পারেনি। মাত্র ১৯.৩ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। অধিনায়ক পিটার নেভিল ১০ রান করেন। আর কেউ দু’ অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

এর আগে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের সবথেকে কম রানের রেকর্ড ছিল ৫৩। সেটাও হয়েছিল তাসমানিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে। শেফিল্ড শিল্ডের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন রানের ইনিংস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন