ফালাকাটায় হবে নতুন স্টেডিয়াম, বরাদ্দ সাত কোটি

স্টেডিয়াম পাচ্ছে ফালাকাটা। থাকবে ১০ হাজার দর্শক আসনও। আলিপুরদুয়ারের মধ্যে প্রথম কংক্রিটের স্টেডিয়ামও হবে এটি। জানা গিয়েছে, স্টেডিয়াম নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রথম পর্যায়ে ৭ কোটি টাকা অনুমোদন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফালাকাটা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৪৭
Share:

খেলা: ফালাকাটা টাউন ক্লাব মাঠ। ফাইল চিত্র

স্টেডিয়াম পাচ্ছে ফালাকাটা। থাকবে ১০ হাজার দর্শক আসনও। আলিপুরদুয়ারের মধ্যে প্রথম কংক্রিটের স্টেডিয়ামও হবে এটি। জানা গিয়েছে, স্টেডিয়াম নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রথম পর্যায়ে ৭ কোটি টাকা অনুমোদন করেছে। এপ্রিলেই কাজ শুরু হবে বলে জানাচ্ছেন ফালাকাটা টাউন ক্লাবের সম্পাদক বিমল লোধরায়।

Advertisement

ফালাকাটায় খেলার মাঠ বলতে সবাই টাউন ক্লাব মাঠকেই চেনে। ১৯৫৪ সালে ওই ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই এই মাঠেই আয়োজিত হয় শহরের ক্লাব, স্কুলগুলো। সরকারি দফতরের খেলাও হয় এই মাঠে। শহরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ভরসা এই মাঠ। আয়োজিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের সভাও। যার ফলে সেই মাঠ অনেকসময় খেলার উপযুক্ত থাকে না বলে অভিযোগ ছিল শহরের ক্রীড়াপ্রেমীদের একাংশের।

স্টেডিয়াম নির্মাণে ফালাকাটা টাউন ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন ফালাকাটার বিধায়র অনিল অধিকারী। তিনি বলেন, ‘‘স্টেডিয়াম নির্মাণের কারিগররা মাঠ পরিদর্শনের পর টেন্ডার ডাকা হবে।’’

Advertisement

স্টেডিয়াম তৈরির জন্য টাউন ক্লাবের ৬ একরের বেশি জমির উপর খেলার মাঠ, ক্লাব ঘর, ইন্ডোর স্টেডিয়াম ভাঙতে হবে। ওই স্টেডিয়ামেই থাকবে ব্যাডমিন্টন, টেবিল-টেনিস কোর্ট, ভলিবল ও তীরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্র। স্টেডিয়াম ঘেঁষেই থাকবে চারশো আসনের হলঘর। প্রেস বক্স, ভিআইপি বক্স-সহ থাকবে ৫০টি গাড়ি রাখার ব্যবস্থাও।

স্টেডিয়াম হওয়ায় খুশি শহরের বিশিষ্ট ফুটবলার দেবব্রত সরকারও। তিনি বলেন, ‘‘ছোটবেলার স্বপ্ন ছিল ফালাকাটায় স্টেডিয়াম হবে। তা এবার বাস্তব হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন