টেনিসের বিস্ময় লি

জন্ম বধির। কিন্তু দক্ষিণ কোরিয়ার আঠারো বছরের টেনিস প্লেয়ার ডাকহি লি-র এটিপি র‌্যাঙ্কিং ১৫২। ভারতে খেলতে এসে পুণের এটিপি চ্যালেঞ্জার সেমিফাইনালেও।

Advertisement
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:২৩
Share:

জন্ম বধির। কিন্তু দক্ষিণ কোরিয়ার আঠারো বছরের টেনিস প্লেয়ার ডাকহি লি-র এটিপি র‌্যাঙ্কিং ১৫২। ভারতে খেলতে এসে পুণের এটিপি চ্যালেঞ্জার সেমিফাইনালেও। এশিয়ার এক নম্বর তো বটেই, বিশ্ব র‌্যাঙ্কিংয়েও প্রথম একশোয় ঢুকে পড়তে মরিয়া। লি বলছেন, ‘‘কোনও সমস্যা নেই। শুধু যখন বল কোর্টের বাইরে যাওয়ার লাইন কল হয়, তখন সেটা শুনতে না পাওয়ায় সেই র‌্যালিটা খেলেই যাই। আর সার্ভিস বা শট রিটার্নের সময় বলের উপর আগাগোড়া নজর রাখি। বল হিট করার আওয়াজ তো আর শুনতে পাই না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement