নেমার ক্ষুব্ধ পেলের মন্তব্যে

এত দিনে সে ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন ব্রাজিল ফুটবল দলের তারকা নেমার স্বয়ং। বলে দিলেন, ‘‘পেলের মন্তব্যকে শ্রদ্ধা করলেও তা মানতে পারলাম না।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৪:২৬
Share:

আশাবাদী: চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে স্বপ্ন নেমারের। ফাইল চিত্র

বিশ্বকাপের সময় বক্সের মধ্যে তাঁর ‘প্লে-অ্যাক্টিং’ ও ‘ডাইভিং’ নিয়ে নানা সমালোচনা করেছিলেন ফুটবল সম্রাট পেলে। বলেছিলেন, ‘‘খেলায় মনোযোগ দেওয়া উচিত নেমারের।’’

Advertisement

এত দিনে সে ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন ব্রাজিল ফুটবল দলের তারকা নেমার স্বয়ং। বলে দিলেন, ‘‘পেলের মন্তব্যকে শ্রদ্ধা করলেও তা মানতে পারলাম না।’’

গত বিশ্বকাপের সময়ে নেমারের অভিনয় প্রসঙ্গে পেলে বলেছিলেন, ‘‘বিশ্বকাপের সময়ে ফুটবল খেলার বাইরে মাঠে নেমার যা যা করছিল, তা থামানো অসম্ভব হয়ে পড়েছিল। আমি ব্যক্তিগত ভাবে ওর সঙ্গে কথা বলে ওকে ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে অবহিত করে দিয়েছিলাম। ইউরোপে দু’বার নেমারের সঙ্গে দেখা হয়েছে আমার। প্রতিবারই আমি মনে করিয়ে দিয়েছি, ‘ফুটবল দেবতা’ ওকে যে দক্ষতা উপহার দিয়েছেন, সেটাই যথেষ্ট। অহেতুক মাঠে জটিলতা তৈরির দরকার নেই।’’

Advertisement

পেলের এই মন্তব্য সম্পর্কে এ বার জবাব দিয়েছেন নেমার। তাঁর কথায়, ‘‘পেলের সমালোচনা? বেশ আকর্ষণীয় ব্যাপার! কোনও প্রতিযোগিতা জিততে না পারলে সমালোচনা আসবেই। কিন্তু বিশ্বকাপের সময় আমি কোনও চোট পাওয়ার অভিনয় করিনি। আমাকে বিপক্ষ ডিফেন্ডাররা কড়া সব ট্যাকল করছিলেন। সবাই এত চড়া সুরে সমালোচনা করছেন এ কারণেই যে উল্টো দিকের ব্যক্তির নাম নেমার।’’ব্রাজিল জাতীয় দলে ১০ নম্বর জার্সির মালিক নেমার সঙ্গে যোগ করেন, ‘‘পেলের বক্তব্যকে সব সময়েই সম্মান করি। কিন্তু আমাকে নিয়ে তাঁর ওই বিশেষ মন্তব্যের সঙ্গে আমি একমত নই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন