মেসির পরে নেইমার

মেসির পর এ বার স্পেনের আদালতে ডাক পড়তে চলেছে বার্সেলোনার আর এক সুপারস্টার নেইমারের। সূত্রের খবর, স্যান্টোস থেকে বার্সেলোনায় আসার সময় ট্রান্সফার মানি নিয়ে দুর্নীতির অভিযোগেই বার্সার এই ব্রাজিলীয় তারকাকে এ বার ডাকতে চলেছে স্পেনের আদালত।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০৪:৪৩
Share:

মেসির পর এ বার স্পেনের আদালতে ডাক পড়তে চলেছে বার্সেলোনার আর এক সুপারস্টার নেইমারের। সূত্রের খবর, স্যান্টোস থেকে বার্সেলোনায় আসার সময় ট্রান্সফার মানি নিয়ে দুর্নীতির অভিযোগেই বার্সার এই ব্রাজিলীয় তারকাকে এ বার ডাকতে চলেছে স্পেনের আদালত। আদালতের খবর অনুযায়ী, কয়েক লক্ষ ইউরোর এই আর্থিক দুর্নীতি কাণ্ডে নেইমার ছাড়াও তার বাবা এবং বার্সেলোনা ক্লাব এবং তার প্রাক্তন প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকেও ডাকতে চলেছে আদালত। যদিও নেইমার এই মুহূর্তে এই খবরকে গুরুত্ব দিতে নারাজ। এ দিকে, সোমবারই স্বদেশীয় পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা জিতলেন লিওনেল মেসি। সেখান থেকে প্রাপ্য ৬৫ হাজার ইউরো দাতব্যের জন্য দিতে চান মেসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন