কোপায় হুঙ্কার মেসিরও

পেলে জমানা মনে পড়িয়ে চনমনে ব্রাজিল

টানা জয়ের দৌড়ে পেলে-জমানাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। ১৯৬৯-এর পরে সবচেয়ে ভাল জয়ের দৌড়। ছেচল্লিশ বছর আগের ব্রাজিল যদি টানা এক ডজন ম্যাচ জিতে থাকে তা হলে কোচ হিসাবে প্রত্যাবর্তনে টানা দশ ম্যাচ জিতে দুঙ্গার ব্রাজিল এই মুহূর্তে একশো শতাংশ সফল। উঠতি প্রতিভারা দারুণ ফর্মে। গত রাতেই যেমন তরুণ ফরোয়ার্ড রবের্তো ফির্মিনোর গোলে হন্ডুরাসকে ১-০ হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি শেষ করল ব্রাজিল। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সমর্থকেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৪:০৩
Share:

প্রস্তুতি ম্যাচে নেমে পড়লেন নেইমারও।

টানা জয়ের দৌড়ে পেলে-জমানাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। ১৯৬৯-এর পরে সবচেয়ে ভাল জয়ের দৌড়। ছেচল্লিশ বছর আগের ব্রাজিল যদি টানা এক ডজন ম্যাচ জিতে থাকে তা হলে কোচ হিসাবে প্রত্যাবর্তনে টানা দশ ম্যাচ জিতে দুঙ্গার ব্রাজিল এই মুহূর্তে একশো শতাংশ সফল। উঠতি প্রতিভারা দারুণ ফর্মে। গত রাতেই যেমন তরুণ ফরোয়ার্ড রবের্তো ফির্মিনোর গোলে হন্ডুরাসকে ১-০ হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি শেষ করল ব্রাজিল। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সমর্থকেরা।

Advertisement

পোর্তো আলেগ্রে-তে শেষ ওয়ার্ম আপ ম্যাচে তো পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন নেইমার-ও! তাতেও ম্যাচ চলাকালীন দর্শকদের বিদ্রুপ আর কটাক্ষ জুটল পাঁচবার বিশ্বকাপ এবং আটবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দেশের ফুটবলারদের কপালে। হন্ডুরাস ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও একটাই গোল। তাতেই চটছেন ব্রাজিল সমর্থকেরা। ম্যাচ শেষ হওয়ামাত্র গ্যালারিতে চিত্কার শুরু হয়ে যায়, ‘‘এত খারাপ কেন খেলছে আমাদের ব্রাজিল?’’ সেই ভিড়ে অনেক রোনাল্ডিনহো-ভক্তও ছিলেন। তাঁদের আবার গর্জন, ‘‘দুঙ্গা কেন রোনাল্ডিনহোকে নিল না কোপায়?’’

ব্রাজিল সমর্থকদের এহেন খারাপ আচরণে কোপা আমেরিকা খেলতে চিলি রওনা হওয়ার আগে স্তম্ভিত দুঙ্গা। এক ব্রাজিলীয় দৈনিককেই সেই ক্ষোভ উগরে দিয়েছেন ব্রাজিল কোচ। ‘‘ভাবতে পারছি না ঘরের মাঠে এত কটাক্ষ শুনতে হবে ব্রাজিল দলকে! আমরা খুব একটা খারাপ খেলিনি। আর কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এটাই স্বাভাবিক— ফুটবলাররা নিজেদের পা বাঁচিয়ে খেলবে।’’

Advertisement

সবিস্তার জানতে ক্লিক করুন।

দুঙ্গা বরং টানা দশ ম্যাচ জিতে কোপা আমেরিকায় নামছেন বলে বিরাট আশাবাদী। তবে ব্রাজিল ডিফেন্স নিয়ে একটুআধটু চিন্তিত তিনি। চোটের জন্য ছিটকে গিয়েছেন রাইট ব্যাক দানিলো। জরুরি ভিত্তিতে সেই পজিশনে আনা হয়েছে বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজকে। ‘‘আলভেজ খুব ভাল ফুটবলার। ও ঠিক চাপ সামলে নিতে পারবে। আমরা এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। এবং এই অবস্থায় দল নিয়ে আমি খুশি,’’ বলছেন ব্রাজিল কোচ।

ব্রাজিল যখন টানা দশ ম্যাচ জয়ের আত্মবি‌শ্বাস নিয়ে প্রবেশ করবে কোপায়, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার শক্তি বর্তমান প্রজন্ম। আগেরো, তেভেজ, মেসি, দি’মারিয়ার মতো ফুটবলাররা থাকায় স্বপ্নের ফরোয়ার্ড লাইন নিয়ে কোপায় নামতে চলেছে বিশ্বকাপ ফাইনালিস্ট আর্জেন্তিনা। চিলির মাঠে অনুশীলন সেরে আগেরো যেমন বলেছেন, ‘‘আমাদের এই প্রজন্ম যদি কোপা আমেরিকা না জিততে পারে তা হলে খুব খারাপ হবে।’’

আর তিনি মেসি? প্রতিদ্বন্দ্বীদের রাতের ঘুম উড়িয়ে আর্জেন্তিনিয়ান মহানায়কের হুঙ্কার, ‘‘আমি এখন অনেক উন্নতি করেছি। আশা করছি কোপায় অনেক গোল করব।’’

কোপায় মেক্সিকো বনাম বলিভিয়া

(শনিবার ভোর ৫-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন