ছ’সপ্তাহ বাইরে নেমার

রিয়ালের বিরুদ্ধে ১-৩ গোলে হারের পরে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মরণ-বাঁচন ম্যাচ পিএসজির। সে ম্যাচে তো বটেই, এপ্রিলের আগে নেমারকে মাঠে দেখা যাবে কি না, সে বিষয়ে কোনও আশ্বাস দিতে পারছেন না ডাক্তার জন-মার্সেল ফেরেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৫:১৪
Share:

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে খেলার কোনও সম্ভাবনা নেই নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের। বুধবার সংবাদমাধ্যমকে সে কথাই জানালেন তাঁর বাবা নেমার সিনিয়র। তিনি বলেছেন, ‘‘আগামী ছ’সপ্তাহ পিএসজির হয়ে খেলার কোনও সম্ভাবনা নেই নেমারের। ওর এই চোট সারতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যাবে।’’ মার্সেই-এর বিরুদ্ধে লিগ ওয়ান ম্যাচে ডান গোড়ালিতে চোট পেয়েছিলেন নেমার। শোনা গিয়েছে, তাঁর পায়ের কনিষ্ঠ আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে।

Advertisement

রিয়ালের বিরুদ্ধে ১-৩ গোলে হারের পরে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মরণ-বাঁচন ম্যাচ পিএসজির। সে ম্যাচে তো বটেই, এপ্রিলের আগে নেমারকে মাঠে দেখা যাবে কি না, সে বিষয়ে কোনও আশ্বাস দিতে পারছেন না ডাক্তার জন-মার্সেল ফেরেট। তিনি বলেছেন, ‘‘এই অবস্থায় বেশি নড়াচড়া করলেও বিপদ হতে পারে। রিয়ালের বিরুদ্ধে খেলতে হলে এখন কিছু দিন বিশ্রাম নিয়েই কাটাতে হবে নেমারকে।’’ তবে অস্ত্রোপচার হবে কি না, সে বিষয় এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। যদি অস্ত্রোপচার হয়, তবে দু’মাস মতো মাঠে নামা হবে না নেমারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন