অভিষেক পিছিয়ে গেল নেমারের

কেন খেলতে পারলেন না নেমার? শুক্রবার বিকেলের মধ্যে ব্রাজিলীয় তারকার সার্টিফিকেট অফ ইন্টারন্যাশনাল ট্রান্সফার (সিআইটি) ফরাসি লিগের দফতরে জমা দিতে হতো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৫:২৬
Share:

আবির্ভাব: পিএসজি-র খুদে ভক্তদের সঙ্গে নেমার। শনিবার। ছবি: রয়টার্স।

চব্বিশ ঘণ্টা আগে নেমার দ্য সিলভা স্যান্টোসকে (জুনিয়র) বরণ করতে প্যারিস সঁ জরমঁ (পিএসজি)-র স্টেডিয়ামে উপচে পড়েছিল সমর্থকদের ভিড়। কিন্তু ব্রাজিলীয় তারকার খেলা দেখার সপ্ন অধরাই থেকে গেল তাঁদের। নিয়মের বেড়াজালে আটকে পিএসজি-র জার্সিতে অভিষেক পিছিয়ে গেল নেমারের।

Advertisement

শুক্রবার পিএসজি-তে যোগ দিয়েই সাংবাদিক বৈঠকে নেমার জানিয়েছিলেন, অ্যামিয়েন্স এসসি-র বিরুদ্ধে অভিষেক স্মরণীয় করে রাখতে চান। কিন্তু তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

কেন খেলতে পারলেন না নেমার? শুক্রবার বিকেলের মধ্যে ব্রাজিলীয় তারকার সার্টিফিকেট অফ ইন্টারন্যাশনাল ট্রান্সফার (সিআইটি) ফরাসি লিগের দফতরে জমা দিতে হতো। কিন্তু পিএসজি নেমারের ছাড়পত্র জমা দেয় রাতে। ফরাসি লিগের এক কর্তা বলেছেন, ‘‘ম্যাচের অন্তত চব্বিশ আগে নতুন সই করা ফুটবলারের সিআইটি জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু নেমারের সিআইটি জমা পড়েছে রাতে। এই কারণেই অ্যামিয়েন্সের বিরুদ্ধে ওর খেলা সম্ভব নয়।’’

Advertisement

নেমারের অভিষেক দেখার জন্য ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই স্টেডিয়ামের সমস্ত টিকিটই শেষ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়। নেমারের নাম লেখা দশ হাজার জার্সিও মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। এ দিন নেমারের দশ নম্বর জার্সি পরেই অধিকাংশ পিএসজি সমর্থক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। পিএসজি ২-০ জিতলেও নতুন তারকার অভিষেক দেখতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে তাঁদের।

এ দিকে, নেমার ও তাঁর বাবার ‘লয়্যালটি বোনাস’ হিসেবে প্রাপ্য প্রায় ২৬ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২১৭ কোটি) আটকে দিল বার্সেলোনা। কারণ, চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছেড়ে পিএসজি-তে গিয়েছেন ব্রাজিলীয় তারকা। তবে নেমারকে হাতছাড়া করার হতাশা এখনও ভুলতে পারছেন না বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। শুক্রবার রাতে জিমন্যাস্টিক্স এসসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১-১ ড্রয়ের পর তিনি বলেছেন, ‘‘আমরা চেয়েছিলাম নেমার বার্সাতেই থাকুক। তবে প্রত্যেকেরই স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। নেমার অতীত। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না।’’

নেমার সরকারি ভাবে বার্সা ছেড়েছেন তিন দিন আগে। কিন্তু এখনও তাঁর বিকল্প চূড়ান্ত করতে পারেননি ক্লাব কর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, লিভারপুলের ফিলিপে কুটিনহো-র সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে তাঁদের। এ ছাড়াও বার্সা কর্তাদের নজরে আছেন এডেন অ্যাজার, আঁতোয়া গ্রিজম্যান ও দালে আলি। তবে শেষ পর্যন্ত কে খেলবেন, সেটা অবশ্য সময়ই বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন