নেমার মাসে পান ২৪ কোটি টাকা

নেমারের পিছনে রয়েছেন পিএসজি-র আরও সাত ফুটবলার। যার মধ্যে রয়েছেন, উরুগুয়ের এদিনসন কাভানি। মাসে তাঁর রোজগার যদিও নেমারের অর্ধেক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৫
Share:

খেলোয়াড়দের বেতন নিয়ে নতুন তথ্য সামনে এল মিশেল প্লাতিনির দেশের ফুটবলে। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক সমীক্ষায় জানা গিয়েছে, ফরাসি লিগে তেরো জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারের মধ্যে ১২ জনই এই মুহূর্তে প্যারিস সঁ জারমঁ-র খেলোয়াড়। যার শীর্ষে রয়েছেন, চলতি মরসুমে বার্সেলোনা থেকে পিএসজি-তে খেলতে যাওয়া ব্রাজিলীয় ফুটবলার নেমার। প্রতি মাসে যাঁর ভারতীয় মুদ্রায় রোজগার ২৪ কোটি টাকা।

Advertisement

নেমারের পিছনে রয়েছেন পিএসজি-র আরও সাত ফুটবলার। যার মধ্যে রয়েছেন, উরুগুয়ের এদিনসন কাভানি। মাসে তাঁর রোজগার যদিও নেমারের অর্ধেক। ১২ কোটি টাকার কিছু বেশি। এর পিছনেই রয়েছেন ফরাসি ফুটবলার এমবাপে (প্রতি মাসে রোজগার প্রায় ১২ কোটি টাকা), মাসে সাড়ে দশ কোটি টাকা রোজগার করেন পিএসজি-র ব্রাজিলিয়ান স্টপার থিয়াগো সিলভা। এ ছাড়াও রয়েছেন আর্জেন্তিনার মিডফিল্ডার অ্যাঙ্খেল দি’মারিয়া ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনোস। দু’জনেরই মাসিক রোজগার প্রায় নয় কোটি টাকার কাছাকাছি। এর পিছনে রয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোতা (মাসিক প্রায় সাত কোটি টাকা) এবং আর্জেন্তিনার ফুটবলার হাভিয়ের পাস্তোরে (প্রতি মাসে ৬ কোটি ১০ লক্ষ টাকা)।

পিএসজি-র বাইরে সর্বোচ্চ আয়কারী ফুটবলার হলেন মোনাকোর রাদামেল ফালকাও। মাসে তাঁর রোজগার প্রায় ছয় কোটি টাকা। প্রথম দশে রয়েছেন দানি আলভেজও। ব্রাজিলীয় এই ডিফেন্ডার মাসে রোজগার করেন সাড়ে পাঁচ কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement