শুভমন গিল। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমন গিলকে। শনিবার যে দল ঘোষণা করা হয়েছে সেখানে নেই টেস্ট ও এক দিনের দলের অধিনায়কের নাম। দল ঘোষণার পর শুভমনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, এই দল নিয়ে তিনি খুশি। অর্থাৎ, তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে গিলের জায়গা নেই।
আগরকর এবং সূর্য দু’জনেরই দাবি, রানে না থাকা এবং দলের কম্বিনেশনের কারণে বাদ দিতে হয়েছে শুভমনকে। সাংবাদিক বৈঠকে আগরকর বলেন, “আমরা জানি শুভমন কতটা ভাল ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেওয়া হয়নি। দলের কম্বিনেশনই সবার আগে থাকে। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হল।”
আগরকর জানিয়েছেন, তাঁরা টপ অর্ডারে আর একজন উইকেটকিপার চেয়েছিলেন। তাই গিলের বদলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা ঈশান কিশনকে নেওয়া হয়েছে। আগরকর বলেন, “কম্বিনেশন নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের। টপ অর্ডারে একজন উইকেটকিপার চেয়েছি আমরা। এই মুহূর্তে জিতেশ শর্মা আমাদের হাতে আছে। খুব খারাপ খেলেনি। কিন্তু টপ অর্ডারে একজন উইকেটকিপার থাকা দরকার।” প্রসঙ্গত, ঈশান ওপেনও করতে পারেন। আবার তিনেও নামতে পারেন।
আগরকরের সুরই শোনা গিয়েছে সূর্যকুমারের গলায়। তিনি বলেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০-র বেশি রান করেছিলাম এবং গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে বাদ দিতে হল। পরের দিকে রিঙ্কু এবং ওয়াশিংটন রয়েছে। তাই উপরের দিকে ঈশানকে দরকার ছিল। গিলের ফর্ম নিয়ে কোনও চিন্তাই নেই আমাদের।”
নিজের ফর্ম নিয়েও চিন্তায় নেই সূর্য। চলতি বছরে টি-টোয়েন্টিতে একটিও অর্ধশতরান করতে পারেননি। তবু তিনি বলেছেন, “আমি জানি কী করতে হবে। সেটাই করব। আপনারা আবার ব্যাটার সূর্যকে দেখতে পাবেন। খারাপ ফর্মটা অনেক দিন ধরে চলছে ঠিকই। তবে অতীতেও অনেক ক্রিকেটার খারাপ ফর্ম থেকে ভাল ফর্মে ফিরেছে।”
ঘরের মাঠে বিশ্বকাপ খেলা যে কঠিন তা মেনে নিয়েছেন সূর্য। তবে প্রতিযোগিতা উপভোগ করতে চান। বলেছেন, “আমার কাছে বিরাট দায়িত্বের কাজ। ঘরের মাঠের দর্শকদের সামনে খেলতে হবে। ভারসাম্যযুক্ত একটা দল পেয়েছি। সব পজিশনে ক্রিকেটারও রয়েছে। ইতিমধ্যেই ২-৩টে কম্বিনেশন তৈরি করে ফেলেছি।”
বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন আগরকরেরা। দলে জায়গাই হল না শুভমন গিলের। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। শুভমনের দলে না-থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিশনের দলে ঢোকা।
১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় শুভমন বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। সহ-অধিনায়ক হচ্ছেন অক্ষর পটেল।
বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। বিশ্বকাপের এই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ঈশান কিশন এবং হর্ষিত রানা।