কাটার মাস্টারকে লুকিয়ে রাখতে পিএসএলে এনওসি নয়!

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কোয়ালান্ডার্সে সুযোগ পেয়েও হয়তো খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। দেশের বাইরের কোনও লিগে খেলার এই প্রথম সুযোগ তাঁর। মুখিয়ে রয়েছেন খেলার জন্যও। কিন্তু তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

ঢাকা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ১৬:৩৩
Share:

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কোয়ালান্ডার্সে সুযোগ পেয়েও হয়তো খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। দেশের বাইরের কোনও লিগে খেলার এই প্রথম সুযোগ তাঁর। মুখিয়ে রয়েছেন খেলার জন্যও। কিন্তু তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ৫০ হাজার ডলার (৪০ লাখ বাংলাদেশি টাকা) দিয়ে মুস্তাফিজুরকে কিনে নিয়েছে পাকিস্তানের দল। ৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে পিএসএল-এর আসর। সেখানে ইতিমধ্যেই খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন বাংলাদেশেরই সাকিব, তামিম, মুশফিকুর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও ভাবনা-চিন্তা করছে মুস্তাফিজুরকে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে।

Advertisement

এই মাসেই জিম্বাবোয়ের সঙ্গে ৪ ম্যাচের টি২০ সিরিজের পর, ফেব্রুয়ারিতেই এশিয়া কাপ ও মার্চে ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ রয়েছে। ভেতরের খবর, তার আগে পিএসএল-এ খেলিয়ে দলের মোক্ষম অস্ত্রকে মেলে ধরতে চাইছে না বাংলাদেশ বোর্ড। পিএসএল-এ মুস্তাফিজুরকে খেলতে হবে নানান দেশের প্লেয়ারদের সঙ্গে। ফলে অন্যরা বুঝে ফেলতে পারে মুস্তাফিজুরের বোলিং টেকনিক। সেটাই চাইছে না বিসিবি। আশা, সামনের বড় টুর্নামেন্ট বা সিরিজে এই বাঁ হাতি মিডিয়াম ফাস্ট বোলার তাদের তুরুপের তাস হয়ে উঠবে। মুস্তাফিজুরকে অনুমতি দেওয়া না দেওয়া নিয়ে যে ভাবা হচ্ছে তা অস্বীকার করছে না বাংলাদেশ বোর্ড। কিন্তু কারণ হিসাবে তারা প্রকাশ্যে চোটের আশঙ্কার কথা বলছে। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘‘মুস্তাফিজুরকে নো অবজেকশন দেওয়ার আগে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। ওঁকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যাবে না। সামনে অনেক ম্যাচ রয়েছে। কারণ চোট পেস বোলারদের নিত্য সঙ্গী। ওখানে খেলে মুস্তাফিজুরের চোট হয়ে গেলে সমস্যা হবে জাতীয় দলেরই।’’ মোটা টাকার টুর্নামেন্টে মুস্তাফিজুরের খেলতে যাওয়া এখন পুরোটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন