নাটকীয় ম্যাচে জিতল নর্থ ইস্ট ইউনাইটেড

আইএসএলে মরসুমের প্রথম জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড। মরসুমের সবচেয়ে নাটকীয় ম্যাচে। ২-০ তারা হারাল ১০ জন হয়ে যাওয়া চেন্নাইয়ান এফসি-কে।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৫ ০১:৪৬
Share:

আইএসএলে মরসুমের প্রথম জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড। মরসুমের সবচেয়ে নাটকীয় ম্যাচে। ২-০ তারা হারাল ১০ জন হয়ে যাওয়া চেন্নাইয়ান এফসি-কে।

Advertisement

গুয়াহাটিতে এ দিন ম্যাচে বেশ ক’য়েক বার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। দু’দলের ফুটবলাররাই জড়িয়ে পড়েছিলেন কথা কাটাকাটিতে। মোট দশটা হলুদ কার্ড, একটি লাল-কার্ড আর দুটি পেনাল্টি থেকেই স্পষ্ট কী রকম লড়াই হয়েছে এ দিন। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও তার সুযোগ নিতে পারেনি নর্থ ইস্ট। চেন্নাইয়ের গোলকিপার এদেল আপোওলা পেনাল্টি শট আটকে দেওয়ায়। ম্যাচের শেষ দিকে সিমাও সাব্রোসাকে বক্সে ফাউল করলে ফের পেনাল্টি পায় নর্থ ইস্ট। পতুর্গিজ মার্কি প্লেয়ার কোনও ভুল করেননি গোল করতে। ইনজুরি টাইমে নর্থ ইস্টের হয়ে ব্যবধান বাড়ান আর্জেন্তাইন ফরোয়ার্ড নিকোলাস ভেলেজ।

ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেন হরমনজ্যোৎ খাবরা। বিরতির আগে নর্থ ইস্টের কোচ সিজার ফারিয়াস ও চেন্নাইয়ানের কোচ মার্কো মাতেরাজ্জি উত্তপ্ত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। দু’পক্ষের প্লেয়ার ও অফিসিয়ালরাও তাতে যোগ দিলে ম্যাচ কিছুক্ষণ থেমে ছিল। চেন্নাইয়ানের ক্যাপ্টেন বার্নার্ড মেন্ডিকে বিপক্ষের কোচের দিকে দু’বার তেড়ে যেতেও দেখা যায়। তাঁকে থামান রেফারি ও অন্য ফুটবলাররা। বিশ্বস্ত সূত্রের খবর, গণ্ডগোলে যাঁরা জড়িয়ে পড়েছিলেন দোষী প্রমাণিত হলে বড়সড় শাস্তি হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন