Australian Open 2026

৪০০ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতলেন জোকোভিচ, জোড়া নজির গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে! সরে গেলেন অসুস্থ ওসাকা

পেশাদার টেনিসে নতুন মাইলফলক স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। স্পর্শ করলেন রজার ফেডেরারের একটি নজিরও। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৮:২৯
Share:

জয়ের পর নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

জোড়া নজির গড়লেন নোভাক জোকোভিচ। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামে ৪০০টি ম্যাচ জয়ের নজির গড়লেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনে ১০২তম ম্যাচ জিতে পৌঁছে গেলেন চতুর্থ রাউন্ডে। অন্য দিকে, অসুস্থতার জন্য তৃতীয় রাউন্ডের ম্যাচ ছেড়ে দিলেন নাওমি ওসাকা।

Advertisement

তৃতীয় রাউন্ডে চতুর্থ বাছাই জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের অবাছাই খেলোয়াড় বোটিক ভন দা শনসকুপ। প্রথম দু’টি সেট সহজে জিতে নেন জোকার। তাঁর পক্ষে ফল ৬-৩, ৬-৪। তবে তৃতীয় সেটে লড়াই করতে হল ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। সেট গড়ায় টাইব্রেকারে। ৭-৪ ব্যবধানে টাইব্রেক জেতেন জোকোভিচ। শেষ পর্যন্ত তাঁর পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪)।

মেলবোর্ন পার্কে এই নিয়ে ১০২টি ম্যাচ জিতে রজার ফেডেরারে নজির স্পর্শ করলেন জোকার। ফেডেরারও অস্ট্রেলিয়ান ওপেনে ১০২টি ম্যাচ জিতেছিলেন। জয়ের পর ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়া জোকোভিচ বলেছেন, ‘‘পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। আমি এখন এগিয়ে থাকতে পারছি না। গত এক বছরে বেশ কিছু জিনিস শিখেছি। কয়েকটা গ্র্যান্ড স্ল্যামে প্রথম দিকেই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভাল খেলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত উঠছিলাম। তার পর এগোতে পারছিলাম না। এ বারও শুরুটা ভাল হয়েছে। যেমনটা চেয়েছিলাম। তরুণদের সঙ্গে লড়াই করার জন্য আমাকে সবটা উজাড় করে দিতে হয়। আমি এখনও লড়ে যাচ্ছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কার্লোস আলকারাজ়, ইয়ানিক সিনারেরা অন্য মাত্রার টেনিস খেলে এখন।’’ তিনি আরও বলেছেন, ‘‘কোর্টে নেমে পড়লে আর খেলা শুরু হয়ে গেলে সব সম্ভাবনাই থাকে। আমার জয়ের সম্ভাবনাও থাকে। আমি আরও ভাল লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছি।’’

Advertisement

জোকোভিচের মতোই অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন অন্য বাছাই খেলোয়াড়েরা। অষ্টম বাছাই বেন শেলটন ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৫) ব্যবধানে হারিয়েছেন ভ্যালেন্টিন ভাচেরটকে। নবম বাছাই টেলর ফ্রিৎজ় ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন স্ট্যানিসলাস ওয়াকিঙ্কাকে। পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তি ৫-৭, ৬-৪, ৬-২, ৫-৭, ৬-২ ব্যবধানে হারিয়েছেন থমাস মাচাককে।

অন্য দিকে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক। তিনি ৬-১, ১-৬, ৬-১ ব্যবধানে হারিয়েছেন আনা কালিনস্কায়াকে। পঞ্চম বাছাই এলিনা রাইবাকিনা ৬-২, ৬-৩ ব্যবধানে টেরেজ়া ভ্যালেনতোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। চতুর্থ বাছাই অ্যামান্ডা অ্যানিসিমোভা ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন পেটন স্টেয়ার্নকে। তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা, নবম বাছাই ম্যাডিসন কিসেরা।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ম্যাচ ছেড়ে দিলেন ওসাকা। অসুস্থকার জন্য ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে নাম প্রত্যাহার করে নেন তিনি। ম্যাডিসন ইংলিস বিনা লড়াইয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন। প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো নিয়ে চার বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ওসাকা বলেছেন, ‘‘আগের ম্যাচের পর মনে হয়েছে, আমার শরীরের যত্ন প্রয়োজন। সে কারণেই আমাকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল। এই প্রতিযোগিতা নিয়ে খুব উৎসাহিত ছিলাম। তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে থামতেই হচ্ছে। খারাপ লাগলেও শরীরের আরও ক্ষতি হতে দিতে পারি না। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। সকলে আমার জন্য ভাবায় আমি কৃতজ্ঞ। সব সময় দলের সকলকে পাশে পাই। আয়োজকদেরও পাশে পেয়েছি। তাঁদেরও ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement