french open

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালেই মহারণ? মুখোমুখি হতে পারেন ফেডেরার-জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনে একই অর্ধে পড়লেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ২১:৪৭
Share:

ফেডেরার এবং জোকোভিচ ফাইল ছবি

ফ্রেঞ্চ ওপেনে একই অর্ধে পড়লেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার। গ্র্যান্ড স্ল্যামে আগে কবে এ জিনিস দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না কেউই। তিনজনেই একই অর্ধে পড়ার ফলে যে কোনও একজনকে ফাইনালে দেখার সমূহ সম্ভাবনা।

Advertisement

শেষ ২০টি গ্র্যান্ড স্ল্যামের ১৭টিই জিতেছেন এই ত্রয়ী। ফেডেরার এবং নাদাল ২০টি করে এবং জোকোভিচ ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। যে ড্র হয়েছে, তাতে দেখা যাচ্ছে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারেন জোকোভিচ এবং ফেডেরার।

প্যারিসের সুরকির কোর্টে ১৩ বার খেতাব জেতা নাদাল শুরু করছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের বিরুদ্ধে। চতুর্থ রাউন্ডে তাঁর সামনে পড়তে পারেন ইয়ানিক সিনার। অন্য অর্ধে, দুই অন্যতম উঠতি খেলোয়াড় ডমিনিক থিম এবং আলেকজান্ডার জেরেভ মুখোমুখি হতে পারেন কোয়ার্টার ফাইনালে।

Advertisement

মহিলা বিভাগে গত বারের জয়ী ইগা শ্বিয়াতেক শুরু করবেন কাজা জুভানের বিরুদ্ধে। নেয়োমি ওসাকা নামবেন প্যাট্রিসিয়া তিগের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement