আগাসিকে পেয়ে স্বপ্ন সফল হল জোকারের

আন্দ্রে আগাসিতে মজেছেন জোকার! টেনিস দুনিয়ার প্রাক্তন এক নম্বর আগাসির কোচিং তাঁকে ফের বিশ্বের এক নম্বর খেলোয়াড়ে পরিণত করবে এমনটাই আশা নোভাক জকোভিচের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০৪:৫১
Share:

আন্দ্রে আগাসিতে মজেছেন জোকার! টেনিস দুনিয়ার প্রাক্তন এক নম্বর আগাসির কোচিং তাঁকে ফের বিশ্বের এক নম্বর খেলোয়াড়ে পরিণত করবে এমনটাই আশা নোভাক জকোভিচের।

Advertisement

তাই আগাসিকে কোচ হিসেবে পেয়ে তাঁর স্বপ্ন সফল সেটাও বলতে ভুলছেন না বিশ্বের দু’ নম্বর টেনিস খেলোয়াড় জোকার।

আসন্ন ফরাসি ওপেনেই জকোভিচের কোচ হিসেবে দেখা যাবে আটটি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসিকে। গত ডিসেম্বরেই প্রাক্তন কোচ বরিস বেকারের সঙ্গে পেশাদার সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন জকোভিচ। কিন্তু তার পরে চলতি বছরে এখনও পর্যন্ত সে রকম বড়সড় সাফল্য নেই সার্বিয়ান এই টেনিস তারকার। জিতেছেন মোটে একটি টুর্নামেন্ট। র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা থেকে দু’নম্বরে নেমে আসতে হয়েছে। পুরনো ছন্দ এবং ধারাবাহিকতাও হারিয়েছেন জোকার।

Advertisement

কিন্তু আগাসির সঙ্গে জুড়তেই বদলে গিয়েছে জকোভিচের মোটিভেশন, মানসিকতা। বলছেন, ‘‘সত্যি বলতে, কোচ হিসেবে আন্দ্রে আগাসিকে পাওয়া অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। উনি আমার জীবনে সেই বিশেষ ব্যক্তিত্ব, যাঁকে আমি ছোট থেকে দেখে আসছি।’’

এখানেই না থেমে জকোভিচ তাঁর বর্তমান কোচ সম্পর্কে আরও বলেন, ‘‘আমাদের দু’জনের খেলার ধরন অনেকটা একই রকম। কোর্টের মধ্যে বল ফেরত পাঠানোয় আগাসি বিশ্বের সর্বকালের সেরা। আমার কেরিয়ারেও রিটার্ন সব সময় গুরুত্বপূর্ণ। তা ছাড়া আগাসি জানেন র‌্যাঙ্কিং পড়ে যাওয়ার পর কী ভাবে ফিরে আসতে হয়। কারণ উনি নিজেই ১৪০ নম্বর র‌্যাঙ্কিং থেকে ফিরে এক নম্বর হয়েছিলেন।’’

আরও পড়ুন: বিরাটদের জন্য কড়া নিরাপত্তা

শুধু তাই নয়। আগাসির জীবনের সঙ্গেও নিজের জীবনের অনেক মিল খুঁজে পাচ্ছেন জকোভিচ। তাঁর কথায়, ‘‘শুধু কোর্টেই মিল নয়। আমাদের দু’জনের কোর্টের বাইরেও অনেক মিল রয়েছে। উনি সারা জীবনে যে সব সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন আমিও সেগুলোর মোকাবিলা করছি এখন। ফলে আমাকে বুঝে নিতে বেশি সময় লাগবে না ওঁর।’’

জকোভিচের কথায়, ‘‘বিশ্বের সব টুর্নামেন্ট জিততে গেলে কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হয়, সেটা উনি খুব ভাল করে জানেন। কারণ, আগাসি নিজে সব টুর্নামেন্টে জিতেছেন। ফলে আগামী দিনে আমাদের এই অ্যাডভেঞ্চার বেশ ভাল জমবে।’’

তাঁর মোটিভেশন নিয়েও ফুটছেন জকোভিচ। বলছেন, ‘‘হৃদয় দিয়ে টেনিসকে ভালবাসি। এখনও জেতার জন্য পুরনো খিদে এবং একাগ্র মানসিকতা রয়ে গিয়েছে। আর এটা যত দিন থাকবে, তত দিন সার্কিটে আরও ভাল কিছু করার ইচ্ছা ও ক্ষমতা দু’টোই থাকবে।’’

এ দিকে আগাসিকে কোচ হিসেবে পাওয়ায় জকোভিচ ভাল পারফর্ম করবে বলে ধারণা প্রাক্তন ফরাসি তারকা অঁরি লেকন্ত-এর। তাঁর কথায়, ‘‘টেনিসের জন্য এটা ভাল। আশা করছি নতুন কিছু ঘটতে পারে। সেই আশা সত্যি হলে নোভাককে বিশেষ কিছুর সন্ধান দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন