Virat Kohli

ওয়ান ডের যে রেকর্ডগুলো যে কোনও মুহূর্তে ভেঙে ফেলতে পারেন বিরাট

টেস্ট এবং ওয়ান ডে সিরিজ জয়ের পর বিরাট কোহালির নেতৃত্বে ইংল্যন্ডকে এ বার টি২০ সিরিজেও মাত দিতে আস্তিন গোটাচ্ছে বিরাটের ভারত। ইডেনে শেষ ওয়ান ডে-তে একটুর জন্য হারলেও তা নিয়ে একেবারেই চিন্তিত নয় বিরাটের ভারত। দুর্ধর্ষ ফর্মে রয়েছেন খোদ অধিনায়ক কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ১৭:৫০
Share:

রেকর্ড ভাঙার মুখে বিরাট

টেস্ট এবং ওয়ান ডে সিরিজ জয়ের পর বিরাট কোহালির নেতৃত্বে ইংল্যন্ডকে এ বার টি২০ সিরিজেও মাত দিতে আস্তিন গোটাচ্ছে বিরাটের ভারত। ইডেনে শেষ ওয়ান ডে-তে একটুর জন্য হারলেও তা নিয়ে একেবারেই চিন্তিত নয় বিরাটের ভারত। দুর্ধর্ষ ফর্মে রয়েছেন খোদ অধিনায়ক কোহালি। অবশ্য শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই নয়, শেষ বছরটা একেবারে স্বপ্নের মতোই গিয়েছে বিরাটের। সেই ফর্ম তিনি ধরে রেখেছেন এ বছরও। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ান ডে-তে একটি শতরান এবং একটি অর্ধ শতরান করেছেন নতুন ‘মাস্টার ব্লাস্টার’। ধারাবাহিক ব্যাটিংয়ে তিনি এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে, একাধিক ওয়ান ডে রেকর্ড যে কোনও সময় ভেঙে ফেলতে পারেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি রেকর্ড।

Advertisement

আরও পড়ুন- মাহি-যুবরাজের ব্যাটে তৈরি হল যে সব রেকর্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement