sports

২৪ বছরেও নামা যাবে অলিম্পিক্সে

১৯৯৭-এর ১ জানুয়ারি বা তার পরে যাঁদের জন্ম, তাঁরাও টোকিয়ো অলিম্পিক্স ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। যার অর্থ, ২৩ থেকে বাড়িয়ে বয়সের নতুন উর্ধ্বসীমা হল ২৪ বছর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

টোকিয়ো শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৬:৫২
Share:

অলিম্পিক্স ফুটবলে অংশ নিতে হলে বয়স হওয়া চাই ২৩ বা তার কম। এতদিন পর্যন্ত এটাই দস্তুর ছিল। কিন্তু করোনাভাইরাস অতিমারিতে অলিম্পিক্স এক বছর পিছিয়ে যাওয়ায় সেই নিয়ম শিথিল করল ফিফা। ১৯৯৭-এর ১ জানুয়ারি বা তার পরে যাঁদের জন্ম, তাঁরাও টোকিয়ো অলিম্পিক্স ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। যার অর্থ, ২৩ থেকে বাড়িয়ে বয়সের নতুন উর্ধ্বসীমা হল ২৪ বছর। টোকিয়ো অলিম্পিক্সের উদ্বোধন হবে ২০২১-এর ২৩ জুলাই। সে দিন থেকেই শুরু হয়ে যাবে অলিম্পিক্স-ফুটবল।

Advertisement

ফিফা জানিয়েছে, গোটা বিশ্বেই স্বাস্থ্যব্যবস্থা এই মুহূর্তে ভেঙে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন সূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ দিকে, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা করোনা-ঘটিত জটিল পরিস্থিতির জন্য আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দ্রুত প্রতিটি ফুটবল খেলুড়ে মহাদেশ থেকে একজন করে প্রতিনিধি বাছা হবে।
ফিফা তাদের নিজস্ব করোনাভাইরাস ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। শুক্রবার কমিটি প্রথম সভায় জুনে নির্ধারিত তাদের সব টুর্নামেন্ট বাতিল ঘোষণা করল। এই সভাতেই ঠিক হয়েছে বিভিন্ন মহাদেশের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসে ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট কখন কোথায় কী ভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন