Sachin Tendulkar

সচিনের ইতিহাস গড়ার ভিডিয়ো পোস্ট করল বিসিসিআই, নস্ট্যালজিক ভক্তরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত ২০০৮ সালের সিরিজে ‘লিটল মাস্টার’-এর ব্যাট কথা বলেনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৯:৪৬
Share:

সচিন তেন্ডুলকর। — ফাইল চিত্র।

এগারো বছর আগে আজকের দিনেই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই ভিডিয়ো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এ দিন টুইটারে পোস্ট করায় নস্ট্যালজিক ক্রিকেটভক্তরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে সচিন গড়েছিলেন নতুন কীর্তি।

Advertisement

২০০৬ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন লারা। সেই সময়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১১,৯৫৩ রানের মালিক ছিলেন তিনি। লারা ব্যাট-প্যাড তুলে রাখার দু’ বছর পরে ‘মাস্টার ব্লাস্টার’ পৌঁছে যান টেস্টে রানের শীর্ষে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত ২০০৮ সালের সিরিজে ‘লিটল মাস্টার’-এর ব্যাট কথা বলেনি। সেই সিরিজেই ১৭৭ রান করলে লারাকে টপকে যেতে পারতেন মুম্বইকর। কিন্তু, শ্রীলঙ্কার মাটিতে ছ’টি ইনিংসে ৯৫ রান করেছিলেন সচিন।

Advertisement

আরও পড়ুন: ‘উনি আগে আমার দিদি...’ বিজেপি জল্পনা ঢাকতেই কি নতুন করে বললেন সৌরভ!

চোটের জন্য ওয়ানডে সিরিজে নামেননি তিনি। অজিদের বিরুদ্ধে পুরোদস্তুর ফিট হয়ে খেলতে নামেন সচিন। প্রথম টেস্টে ১৩ ও ৪৯ রান করার পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন মাস্টার। ব্যক্তিগত ৬১ রানে সচিন নতুন মাইলস্টান গড়েন। লারাকে সরিয়ে সচিন বসে পড়েন সিংহাসনে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ক্রিকেট কবে? সৌরভ বললেন, মোদীজি-ইমরানকে জিজ্ঞাসা করুন​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন