IPL

আইপিএলে যে সব ক্রিকেটার একবার গর্জে উঠেই শেষ

আইপিএলে তাঁদের ব্যাট বা বলের ঝলক দেখেছে ক্রিকেট প্রেমীরা। কিন্তু জ্বলে উঠেই নিভে গেছেন এঁরা। আজ প্রায় ভুলতেই বসেছে সবাই। সে সময় ওই সব ক্রিকেটারদের পারফরম্যান্স এতটাই তুঙ্গে ছিল যে, ‘তুরি মেরে’ দলের জয় ছিনিয়ে আনতেন। সেরা পারফরম্যান্স, নজর কাড়া প্রচার সব কিছু পেয়েও পরের আইপিএলে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ১৬:০২
Share:
০১ ০৫

সৌরভ তিওয়ারি- রাঁচির আরও এক ধোনি যেন। পুরনো মাহির মতো লম্বা চুল। চনমনে এই ক্রিকেটার ২০১০ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কেড়েছিলেন সবার। ১৬টি ম্যাচে তাঁর রান ছিল ৪১৯। স্ট্রাইক রেট ১৩৫-র বেশি। এর পর রয়্যাল চ্যালেঞ্জার বেশ দর দিয়ে তাঁকে কিনলেও খুব একটা সুবিধা করতে পারেননি বাঁ হাতি ব্যাটসম্যান সৌরভ তিওয়ারি।

০২ ০৫

মনপ্রীত গনি- চেন্নাই সুপার কিঙ্গসের এই পেসার এক সময় মহেন্দ্র সিংহ ধোনির অন্যতম ভরসার বোলার ছিলেন। ২০০৮ আইপিএলে অভিষেক হওয়া পঞ্জাবের এই পেসার ওই মরসুমে ১৭টি উইকেট নিয়েছিলেন। প্রতি ৩.৩ ওভারে একটি করে উইকেট। পরের বছরগুলোয় কিন্তু আর সে ভাবে কিছু করে উঠতে পারেননি মনপ্রীত গনি।

Advertisement
০৩ ০৫

শ্রীনাথ অরবিন্দ- এই নামটা অনেকের কাছে অপরিচিত। কিন্তু ২০১১ আইপিএলে ফিরে তাকালে, দেখা যাবে কর্নাটকের বাঁ হাতি এই মিডিয়াম পেসারকে নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জারের হয়ে সেই মরসুমে ১৩টি ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন। পরের বছর সুযোগ পেলেও সে ভাবে কাজে লাগাতে পারেননি শ্রীনাথ।

০৪ ০৫

স্বপ্নীল অসনোদকর- খোদ শেন ওয়ার্ন তাঁর নাম দিয়েছিলেন ‘গোয়ার কামান’। প্রথম আইপিএলে গোয়ার এই ব্যাটসম্যানের ব্যাটই কামান হয়ে উঠেছিল। রাজস্থান রয়্যালস যে প্রথম আইপিএলের খেতাব জিতেছিল, সঞ্জু স্যামসন, ইউসুফ পাঠানের মতো স্বপ্নীলের অবদানও কম ছিল না। ৯টি ম্যাচে ৩১১ রান করেছিলেন সেই মরসুমে।

০৫ ০৫

পল ভলথাটি- এখনও এই নামটা অনেকের মনে জ্বলজ্বল করছে। ২০১১ আইপিএলে মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান রাতারাতি হিরো হয়ে উঠেছিলেন। ১৪টি ম্যাচে তাঁর রান ছিল ৪৬৩। এর মধ্যে একটি সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন ভ্যালথ্যাটি। পরের আইপিলএল থেকে আস্তে আস্তে নামটা মুছে যায় এই মারকুটে ব্যাটসম্যানের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement