দু’বছর আগের টুইটের জেরে বাতিল হল বার্সার চুক্তি

দু’বছর আগের একটা টুইট যে এভাবে বদলে দেবে জীবনটা কখনও কি ভেবেছিলেন সার্জি গুয়ার্দিওলা? বার্সেলোনার চুক্তিপত্রে সইয়ের ছবিটা মনে হয় এখনও রয়েছে তাঁর মোবাইলে। অনেকটা স্বপ্নের মতোই তো। কিন্তু সেই আনন্দ বড়ই ক্ষণস্থায়ী হল সার্জি গুয়ার্দিওলার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ২০:৪৯
Share:

দু’বছর আগের একটা টুইট যে এভাবে বদলে দেবে জীবনটা কখনও কি ভেবেছিলেন সার্জি গুয়ার্দিওলা? বার্সেলোনার চুক্তিপত্রে সইয়ের ছবিটা মনে হয় এখনও রয়েছে তাঁর মোবাইলে। অনেকটা স্বপ্নের মতোই তো। কিন্তু সেই আনন্দ বড়ই ক্ষণস্থায়ী হল সার্জি গুয়ার্দিওলার। দুপুরে বার্সার চুক্তিতে সই করার আনন্দ হতাশার রূপ নিল বিকেলে। চুক্তি করার কিছুক্ষণের মধ্যে বাতিল হল। নিজেই জানিয়েছেন সে কথা। ঠিক কি করেছিলেন তিনি?

Advertisement

দু’বছর আগে টুইট করেছিলেন, ‘হালা মাদ্রিদ’। মানে মাদ্রিদকে সমর্থন করা। সঙ্গে বার্সেলোনার বিরুদ্ধে কটূ মন্তব্য। বার্সেলোনা-মাদ্রিদের শত্রুতার কথা কে না জানে। আর তারই স্বীকার হলেন ২৪ বছরের এই ফুটবলার। বার্সেলোনা বি দলের হয়ে অভিষেক হতে হতেও হল না। চুক্তি বাতিল হওয়ার পর সার্জি বলেন, ‘‘আমি জানি আমি একটা ভুল করেছিলাম। আমি ক্যাটালোনিয়া ও বার্সেলোনার কাছে ক্ষমা চাইছি। তবে ওই টুইটটা আমার করা নয়। আমার এক বন্ধু আমার ফোন থেকে ওটা করেছিল। এটা একটা ভুল বোঝাবুঝি। ২০১৩ সালে এক বন্ধু মজা করতেই এটা করেছিল। আমি তো জানতামই না টুইটা এখনও রয়েছে। আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করেছে বার্সেলোনা। ওদের সিদ্ধান্ত আমি বুঝতে পারছি। এখন আমি বাড়ি ফিরে যাব। তার পর দেখা যাক কি হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement