Coronavirus Lockdown

খুলছে দর্শকশূন্য মাঠ, অপেক্ষায় আইপিএল

করোনার কারণে মার্চ মাস থেকে বন্ধ সমস্ত খেলাধুলো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২০ ০৩:৩৪
Share:

প্রতীকী ছবি

চতুর্থ দফার লকডাউন ঘোষণার মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেল ভারতীয় ক্রীড়ামহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও খোলা হবে বিভিন্ন স্টেডিয়াম। তবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই ঘোষণার কারণে আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল, তেমনটা মনে করার কারণ নেই। বরং আইপিএলকে অপেক্ষায় থাকতেই হচ্ছে।

Advertisement

করোনার কারণে মার্চ মাস থেকে বন্ধ সমস্ত খেলাধুলো। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গালুরু সাই কেন্দ্র এবং পাটিয়ালা এনআইএস শিবিরে আটকে থাকা খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত অনলাইনে কথাবার্তা বলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। টোকিয়ো অলিম্পিক্সের জন্য এই দুই শিবিরে রয়েছেন ভারতীয় পুরুষ এবং হকি, বক্সিং, অ্যাথলেটিক্স, ভারোত্তোলক ইভেন্টের খেলোয়াড়েরা।

এর আগে তাঁরা প্রত্যেকেই রিজিজুর কাছে অনুরোধ করেন, মাঠে নেমে অনুশীলনের সুযোগ দেওয়া হোক। গত সপ্তাহে সেই অনুরোধ জানিয়ে ক্রীড়ামন্ত্রকের কাছে চিঠি দিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থাও। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বেঙ্গালুরু সাই, পাটিয়ালা এনআইএস শিবিরের মাঠ খোলা হবে। তবে সাধারণ মানুষ ঢুকতে পারবেন না।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। তবে আইপিএল নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগের মতোই আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ থাকবে। যার অর্থ, আইপিএল দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “৩১ মে পর্যন্ত যাতায়াত সম্পর্কিত নিষেধাজ্ঞা থাকার জন্য চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের শিবির শুরু করা নিয়ে বোর্ড আরও কিছুটা সময় অপেক্ষা করবে। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে বোর্ড সচেতন এবং তাড়াহুড়ো করে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে পরিণতি খারাপ হয়।” বোর্ড আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে আলোচনাও করা হবে।

আরও পড়ুন: এ বার পারলে না, ধোনিকে বলেছিলেন সাবির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement