৩৭ রানে কুপোকাত ওড়িশা, শেষ চারের আশায় বাংলা

স্বয়ং সৌরভ যখন ছাড়পত্র দিয়েছেন, তখন আর ভয় কী? আন্ডার-প্রিপেয়ার্ড উইকেটের ফসল ঘরে তুলল বাংলা। উইকেটের ‘সৌজন্যে’ মাত্র দু’দিনেই ঘরের মাঠে ম্যাচ পকেটে পুড়ল মনোজ তিওয়ারির দল। সেই সঙ্গে মঙ্গবার ওড়িশাকে মাত্র ৩৭ রানে কুপোকাত করে রঞ্জি ট্রফির গ্রুপ শীর্ষে উঠে এল বাংলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ১৮:১৫
Share:

দিন্দার লাফ। —ফাইল চিত্র।

স্বয়ং সৌরভ যখন ছাড়পত্র দিয়েছেন, তখন আর ভয় কী? আন্ডার-প্রিপেয়ার্ড উইকেটের ফসল ঘরে তুলল বাংলা। উইকেটের ‘সৌজন্যে’ মাত্র দু’দিনেই ঘরের মাঠে ম্যাচ পকেটে পুড়ল মনোজ তিওয়ারির দল। সেই সঙ্গে মঙ্গবার ওড়িশাকে মাত্র ৩৭ রানে কুপোকাত করে রঞ্জি ট্রফির গ্রুপ শীর্ষে উঠে এল বাংলা। তবে জয়ের সঙ্গে সঙ্গে ফের উঠে এল প্রশ্নটা। এ ধরনের পিচ তৈরি করে ম্যাচ জিতে কি বীরত্ব দেখানো যায়? জবাবটা সকলের জানা হলেও সিএবি-র কর্মকর্তারা এর উত্তর দেওয়ার সাহস করবেন কি? বোধহয় না! কারণ, ভারতীয় থিঙ্কট্যাঙ্ক থেকে শুরু করে স্বয়ং সৌরভও যে এই দর্শনের সায় দিয়েছেন।

Advertisement

কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে গত দু’দিনে উইকেট পড়েছে ৪০টা। প্রথম দিনে স্পিনারেরা দাপট থাকলেও পরের দিনে ভেল্কি দেখালেন বাংলা পেসাররা। আগুনে বোলিংয়ে ওড়িশাকে মুড়ে ফেললেন অশোক দিন্দা। মাত্র ১০ ওভারে ১৯ রান খরচ করে ৭ জন ওড়িয়া ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। কেবলমাত্র প্রজ্ঞান ওঝাই দিন্দার ‘গৌরবে’ ভাগ বসাতে পেরেছেন। ৯.২ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন তিনি। ৩৭ রানের স্কোরে ওড়িশার এক জন ব্যাটসম্যানও ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement