মানসিক বাধা সমস্যা নয় সিন্ধুর, মত প্রকাশের

প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন প্রকাশ মনে করেন, পরপর দু’বার রুপো পেলেও হায়দরাবাদি তারকা নিশ্চয়ই সেরা হতে পারেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেই দিনটা দূরে নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৪:৪১
Share:

জুটি: রুপো হাতে সিন্ধু। পাশে গোপীচন্দ। মঙ্গলবার। ছবি: এএফপি।

বড় টুর্নামেন্টের ফাইনালে সাফল্য পাওয়ার ক্ষেত্রে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর সমস্যা মানসিক বাধা নয়। প্রচারমাধ্যমের উচিত হারের উপর বেশি জোর দিয়ে সিন্ধুকে চাপে না ফেলা। বরং কী ভাবে সিন্ধু জিততে পারেন সে দিকে নজর দেওয়া উচিত। সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধুর হারের পরে এমনটাই বললেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন।

Advertisement

প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন প্রকাশ মনে করেন, পরপর দু’বার রুপো পেলেও হায়দরাবাদি তারকা নিশ্চয়ই সেরা হতে পারেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেই দিনটা দূরে নেই। রবিবার সিন্ধু নানজিং বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে স্ট্রেট গেমে হারেন। অলিম্পিক্স, গত বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে সিন্ধুর খেলোয়াড় জীবনের তৃতীয় সবচেয়ে বড় হার। গত বছর সুপার সিরিজ ফাইনালসেও হারেন তিনি।

‘‘সিন্ধু যে ফের ফাইনালে উঠতে পেরেছে এটা কৃতিত্বের ব্যাপার। প্রতিযোগিতাটা ভীষণ কঠিন ছিল। পরের বার সিন্ধুর সোনার জন্য ঝাঁপানো উচিত। তা ছাড়া এই প্রতিযোগিতায় সিন্ধু দু’জন জাপানি খেলোয়াড়কে হারিয়েছে (ওকুহারা ও ইয়ামাগুচি)। যাদের বিরুদ্ধে সিন্ধু সাধারণত হারে। দুর্ভাগ্য যে ফাইনালেও জয়টা ধরে রাখতে পারল না,’’ নয়াদিল্লিতে জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এসে বলেন প্রকাশ। সিন্ধুর ফাইনালে হারের পিছনে কোনও মানসিক বাধা কাজ করছে কি না জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘‘এ রকম কোনও ব্যাপার নয়। সিন্ধুর এখনও বয়স অনেক কম। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জিতবে। এখনই ও দেশের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে উঠে এসেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ও যখন ভাল খেলছে, তখন হারের কথা বারবার তুলে চাপে ফেলে দেওয়াটা ঠিক হবে না। সিন্ধুর বিশ্ব র‌্যাঙ্কিং এখন ৩। আমাদের ফোকাস হওয়া উচিত ও কী ভাবে জিতবে সেটার উপর। বারবার হারছে কেন তার উপর নয়। যদি আমরা এটাই করে যাই তা হলে সিন্ধু আরও চাপে পড়ে যাবে।’’

Advertisement

জাতীয় কোচ পুল্লেলা গোপীচন্দ সাইনা নেহওয়াল, সিন্ধু, কিদম্বি শ্রীকান্তের মতো একের পর এক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় তুলে এনেছেন। প্রকাশ মনে করেন গোপীচন্দের কাঁধ থেকে দায়িত্বের বোঝা কমানোর সময় এসেছে। ‘‘গোপী খুব ভাল কাজ করছে। তবে ওকে সাহায্য করার জন্য কাউকে প্রয়োজন। অনেক ভাল ভাল ব্যাডমিন্টন খেলোয়াড় রয়েছে আমাদের। এক জন কোচের এত খেলোয়াড়কে সামলানো কঠিন।’’ পাশাপাশি সাইনা নেহওয়ালের প্রত্যাবর্তন নিয়ে প্রকাশের পরামর্শ, ‘‘সাইনাকে ধারাবাহিক হতে হবে।’’

বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই এ বার ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের চ্যালেঞ্জ এশিয়ান গেমসে। যা চলতি মাসের শেষের দিকে জাকার্তায় শুরু হচ্ছে। প্রকাশ মনে করেন এত কাছাকাছি দুটো বড় টুর্নামেন্টে নামার চাপ সামলানো সহজ নয়। ‘‘সূচিটা ভীষণ কঠিন। এ রকম পরপর দুটো টুর্নামেন্টে সেরা ছন্দে থাকা খুব কঠিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন