এশিয়াডে আজ নামছেন সিন্ধুরা

প্রথম রাউন্ডে বাই পাওয়ায় পুসারলা বেঙ্কট সিন্ধুদের সামনে শুরুতেই নজোমি ওকুহারা, আকানে ইয়ামাগুচিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০৪:৪৮
Share:

—ফাইল চিত্র।

এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ভারতের মেয়েরা আজ খেলবেন শক্তিশালী জাপানের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে বাই পাওয়ায় পুসারলা বেঙ্কট সিন্ধুদের সামনে শুরুতেই নজোমি ওকুহারা, আকানে ইয়ামাগুচিরা। ব্যাডমিন্টন বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হবে দু’দেশের।

Advertisement

সিন্ধু নিজেও বললেন, ‘‘যে কেউ জিততে পারে। এখন বিশ্বের প্রথম দশ জন খেলোয়াড়ের মধ্যে কার্যত কোনও ফারাকই নেই। তাই যে দিন যে ভাল খেলবে সে-ই জিতবে। আমরা চেষ্টা করব কিন্তু জাপান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চাই না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘জাপানের অন্তত তিন জন এই মুহূর্তে দারুণ খেলছে। বিশেষ করে ওকুহারা আর ইয়ামাগুচির কথা আলাদা করে বলব। ওদের হারানো কঠিন।’’

সিন্ধুর কথায় উদ্বেগ থাকলেও ভারতের কোচ গোপীচন্দ কিন্তু বললেন, ‘‘আমাদের মেয়েদের দলে সাইনা নেহওয়াল, সিন্ধুর মতো খেলোয়াড় আছে। সাইনা কমওয়েলথ চ্যাম্পিয়ন। বিশ্বচ্যাম্পিয়নশিপে ওকুহারা, ইয়ামাগুচিকে হারিয়েছে সিন্ধু। তাই আমি অন্তত ভাল ফলের ব্যাপারে প্রবল আশাবাদী।’’

Advertisement

সোমবার এশিয়ান গেমসে

ব্যাডমিন্টন: মহিলাদের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল (সকাল ৭ টা), পুরুষদের দলগত কোয়ার্টার ফাইনাল (বেলা ১ টা)। টেনিস: পুরুষদের ডাবলসে নামবেন দ্বিবীজ শরণ-রোহন বোপান্না জুটি (সকাল ৯ টা)। কুস্তি: মহিলাদের ৬২ কেজি বিভাগে নামবেন সাক্ষী মালিক (বেলা ১২ টা)। হকি: পুরুষদের বিভাগে ভারত বনাম ইন্দোনেশিয়া (সন্ধে ৭ টা)। টিভিতে সরাসরি: সোনি টেন ২, সোনি ইএসপিএন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন