তিন দিন খেলা বাতিল কুইন্স পার্কে, আজ শীর্ষে পাকিস্তান

কুইন্স পার্ক ওভালের আউটফিল্ড শুকনো করতে পারলেন না মাঠকর্মীরা। তিন দিন ধরে রোদ ওঠা সত্ত্বেও। চতুর্থ দিন বেলা সাড়ে দশটার পর আম্পায়ররা যখন জানিয়ে দিলেন এ দিন আর খেলা হওয়াও সম্ভব নয়, তখনও পোর্ট অব স্পেনের আকাশে মেঘ-বৃষ্টি কিছুই নেই।

Advertisement
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০৩:২৫
Share:

কুইন্স পার্ক ওভালের আউটফিল্ড শুকনো করতে পারলেন না মাঠকর্মীরা। তিন দিন ধরে রোদ ওঠা সত্ত্বেও। চতুর্থ দিন বেলা সাড়ে দশটার পর আম্পায়ররা যখন জানিয়ে দিলেন এ দিন আর খেলা হওয়াও সম্ভব নয়, তখনও পোর্ট অব স্পেনের আকাশে মেঘ-বৃষ্টি কিছুই নেই। প্রথম দিনের বৃষ্টিতে আউটফিল্ড যে ভিজে গিয়েছিল, তা শুকনো করার মতো যথেষ্ট সাজ-সরঞ্জাম নাকি নেই ১২৫ বছর বয়সি কুইন্স পার্ক ক্লাবে। পরপর তিন দিন খেলা পরিত্যক্ত হওয়ায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টেস্টে ফলাফল হওয়ার কোনও বাস্তবিক সম্ভাবনাও আর রইল না। ফলে টেস্ট না হেরেও ভারতকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা থেকে নেমে যেতে হচ্ছে দুইয়ে। শীর্ষস্থানটা ছেড়ে দিতে হচ্ছে পাকিস্তানকে। সে দেশের ক্রিকেট ইতিহাসে যা আজ পর্যন্ত কখনও ঘটেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন