Pakistan

কোহালিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন পাক কোচ

টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও টি২০ এবং ওডিআই ক্রিকেটে বিরাট কোহালির ধারে কাছে এই মুহূর্তে কেউ-ই নেই। কিন্তু এই বিরাটকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তান দলের হেড কোচ মিকি আর্থার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০০
Share:

পাক কোচ মিকি আর্থার। ছবি: সংগৃহীত।

টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও টি২০ এবং ওডিআই ক্রিকেটে বিরাট কোহালির ধারে কাছে এই মুহূর্তে কেউ-ই নেই। কিন্তু এই বিরাটকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তান দলের হেড কোচ মিকি আর্থার। পাকিস্তানের মাটিতে খেলতে নামলে বিরাটের বড় রান পাওয়াটা একেবারেই সহজ হবে না মন্তব্য করে বসলেন মিকি।

Advertisement

বিরাটকে চ্যালেঞ্জ ছুঁড়ে আর্থার বলেন, “কোহালি নিশ্চিত ভাবেই দারুণ এক ক্রিকেটার। বিভিন্ন দলের বিরুদ্ধে ও যখন রান করে সেটা দেখতেও খুব ভাল লাগে। তবে পাকিস্তানের মাটিতে অত সহজে সেঞ্চুরি করতে পারবে না কোহালি। আমাদের বোলাররা পাকিস্তানে অত সহজে ওঁকে রান করতে দেবে না।”

মিকির দেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজেই নিজের ৩৩তম শতরানটি করেছেন কোহালি। এই সেঞ্চুরির ফলে যে ন’টি দেশে কোহালি খেলেছেন, তার প্রতিটি দেশেই সেঞ্চুরি করার নজির গড়েছেন তিনি। তবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও, প্রতিবেশি এই দেশের বিরুদ্ধে দু’টি শতরান আছে কোহালির। ওডিআই ক্রিকেটে করা কোহালির সর্বোচ্চ রান ১৮৩। এই ইনিংসটিও কোহালি খেলেন পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ এশিয়া কাপে।

Advertisement

আরও পড়ুন: বদলাইনি, শুধু পরিচিতিই বদলেছে, বলছেন ঈশান

আরও পড়ুন: জিততে পারি সব জায়গায়, হুঙ্কার ধবনের

অন্যদিকে, পাকিস্তানে গিয়ে রান করার বিষয়ে যখন বিরাটকে চ্যালেঞ্জ ছুঁড়লেন পাক কোচ তখন পাকিস্তানের আম্পায়ার আলিম ডারের খোলা নতুন রেস্টুরেন্টের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement