Imran Khan

ইমরানের ছবি ঢেকে রাখার নিন্দা করে বিবৃতি দিল পিসিবি

চলতি মাসের শেষে দুবাইয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বৈঠক। সেখানেও এই প্রসঙ্গ তুলে ধরা হবে বলে জানিয়েছে পিসিবি। আইসিসি বৈঠকের অ্যাজেন্ডায় যদিও এই প্রসঙ্গ নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ইসলামাবাদ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১২
Share:

ইমরানের ছবি ঢেকে রাখার প্রসঙ্গ আইসিসির বৈঠকে তুলতে চাইছে পিসিবি। ছবি: রয়টার্স।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় জওয়ানদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের ছবি। আর এই সিদ্ধান্তের কড়া নিন্দা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা বলবে তারা।

Advertisement

চলতি মাসের শেষে দুবাইয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বৈঠক। সেখানেও এই প্রসঙ্গ তুলে ধরা হবে বলে জানিয়েছে পিসিবি। আইসিসি বৈঠকের অ্যাজেন্ডায় যদিও এই প্রসঙ্গ নেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান এক বিবৃতিতে বলেছেন, “খেলাধূলার থেকে রাজনীতিকে বরাবরই দূরে রাখা উচিত বলে বিশ্বাস করেছি আমরা। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে জনতা ও দেশের মধ্যে বিভেদ ভুলে সম্পর্ক তৈরি করতে ক্রিকেটের বড় ভূমিকা থেকেছে।”

Advertisement

আরও পড়ুন: নির্দিষ্ট পরিকল্পনা সঙ্গে নিয়ে ভারতের উড়ানে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ

আরও পড়ুন: প্রতিবাদ, সিসিআই ঢাকল ইমরানের ছবি

তিনি আরও বলেছেন, “পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের ছবি ঢেকে দেওয়া বা সরিয়ে দেওয়া হল দুঃখপ্রকাশ করার মতো কাজ।” প্রসঙ্গত, সিসিআই যেমন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের ছবি ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছে, মোহালিতে তেমনই সরিয়ে ফেলা হয়েছে পাক ক্রিকেটারদের ছবি। পাকিস্তান সুপার লিগ সরাসরি দেখানোর দায়িত্বে থাকা আইএমজি রিলায়েন্স আবার সম্পর্কচ্ছেদ করেছে এই প্রতিযোগিতার সঙ্গে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন