নাসির ধৃত, জামিনেও সঙ্কটে পিসিবি

পাকিস্তান সুপার লিগে দুর্নীতির অভিযোগে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি লন্ডনে গ্রেফতার করল পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদ’কে। পরে অবশ্য জামিনে মুক্তি পান জামশেদ।

Advertisement

লাহৌর

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১২
Share:

পাকিস্তান সুপার লিগে দুর্নীতির অভিযোগে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি লন্ডনে গ্রেফতার করল পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদ’কে। পরে অবশ্য জামিনে মুক্তি পান জামশেদ। পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাঁকে সাসপেন্ডও করেছে। নাসির পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার যাঁকে সাসপেন্ড করা হল একই অভিযোগে। এর আগে একই অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল শার্জিল খান আর খালিদ লতিফকে।

Advertisement

নাসিরের সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। পাকিস্তানের মিডিয়া আবার জানাচ্ছে, নাসিরের সঙ্গে গ্রেফতার হওয়া এক ব্যক্তি আসলে বুকি। নাম ইউসুফ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এই দুর্নীতিতে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। দু’জনকেই এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি লিগে স্পট ফিক্সিং নিয়ে একের পর এক ক্রিকেটার জড়িয়ে পড়ায় প্রবল অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যে আবার অস্বস্তি বাড়িয়ে দিয়েছে লাহৌরে পিএসএল ফাইনাল ঘিরে অনিশ্চয়তা। লাহৌরে সোমবারের আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরে কোনও বিদেশি ক্রিকেটার সেখানে আসতে চাইছেন না। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জন মারা গিয়েছেন। পিসিবি চাইছিল পিএসএল ফাইনাল সফল ভাবে আয়োজন করে বাকি বিশ্বের সামনে পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা কতটা মজবুত, সেটা তুলে ধরতে। কিন্তু সে পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে সোমবারের বিস্ফোরণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন