সিরিজ হারের আশঙ্কায় পাকিস্তান

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে তিনশোর কমে (২৭১) আটকে রাখলেও পাকিস্তানের প্রথম ইনিংসও সঙ্কটে। দ্বিতীয় দিনের শেষে তারা ৭৬-৫।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০৩:১৪
Share:

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে তিনশোর কমে (২৭১) আটকে রাখলেও পাকিস্তানের প্রথম ইনিংসও সঙ্কটে। দ্বিতীয় দিনের শেষে তারা ৭৬-৫। এখনও প্রায় দু’শো রান পিছনে। দু’টেস্টের সিরিজে পাকিস্তান ০-১ পিছিয়ে। ৩১ বছর পরে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার থেকে বাঁচতে তাদের এই ম্যাচ জিততেই হবে এমন পরিস্থিতি। নতুন বলে অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদির দাপটে পাকিস্তান মাত্র ১২ রানে তিন উইকেট হারায়। তিনটেই নেন সাউদি (৩-২৬)। যার মধ্যে ছিল ইউনিস খানের উইকেটও। অধিনায়ক মিসবা-উল-হক আগের টেস্টে পাকিস্তানের স্লো ওভার রেটের অপরাধে এই ম্যাচে সাসপেন্ড। তার উপর ইউনিস ফের ব্যর্থ। তাঁর সুদীর্ঘ টেস্ট কেরিয়ারে ইউনিস এই নিয়ে মাত্র দ্বিতীয় বার টানা চার টেস্ট ইনিংসে দু’অঙ্কের রানের কমে আউট হলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement