শোয়েব ২৪৫

পাকিস্তানের হয়ে পাক্কা পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটের মঞ্চে ফিরে তাক লাগালেন শোয়েব মালিক। প্রাক্তন পাক অধিনায়ক আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে গতকালই সেঞ্চুরি করেছিলেন। এ দিন বেন স্টোকসের বলে ক্যাচ তুলে ফেরার আগে খেলে গেলেন ২৪৫ রানের ম্যারাথন ইনিংস।

Advertisement
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০৩:২০
Share:

পাকিস্তানের হয়ে পাক্কা পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটের মঞ্চে ফিরে তাক লাগালেন শোয়েব মালিক। প্রাক্তন পাক অধিনায়ক আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে গতকালই সেঞ্চুরি করেছিলেন। এ দিন বেন স্টোকসের বলে ক্যাচ তুলে ফেরার আগে খেলে গেলেন ২৪৫ রানের ম্যারাথন ইনিংস। যা ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও পাকিস্তানি ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ রান। তেত্রিশ বছরের শোয়েবের দাপটেই আট উইকেটে ৫২৩ রানের পাহাড় গড়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে পাকিস্তান। জবাবে ইল্যান্ড তুলেছে ৫৬। শোয়েব আবার গতকালই প্রত্যাবর্তনের সব কৃতিত্ব বিবি সানিয়া মির্জাকে দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement