Sports News

বোর্ডের বিরুদ্ধে আইনের পথে পাকিস্তান

ভারতীয় বোর্ডের বিরুদ্ধ আইনি পথে যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত কোনও কারণ না দেখিয়ে পাকিস্তানের মেয়েদের সঙ্গে সিরিজ বাতিল করেছে। যার জেরে পাক বোর্ড আইনের সাহায্য নেবে বলে জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান।

Advertisement

মুম্বই

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০৪:০৩
Share:

ভারতীয় বোর্ডের বিরুদ্ধ আইনি পথে যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত কোনও কারণ না দেখিয়ে পাকিস্তানের মেয়েদের সঙ্গে সিরিজ বাতিল করেছে। যার জেরে পাক বোর্ড আইনের সাহায্য নেবে বলে জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান। তিনি বলেছেন, ‘‘আইসিসি ভারতীয় বোর্ডের কাছে সরকারের চিঠি দেখতে চেয়েছিল। যাতে প্রমাণ হয় যে, সরকারের নির্দেশে ওরা মহিলা চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তান ম্যাচে টিম পাঠায়নি। কিন্তু বোর্ড কোনও চিঠি দিতে পারেনি।’’ পাক বোর্ড প্রধানের অভিযোগ, ‘‘২০১৪-এ ভারতের সঙ্গে আমাদের মউ হয় যে, ২০১৫ থেকে ২০২২ দু’দেশ ছ’টা সিরিজ খেলবে। আমরা শ্রীলঙ্কাতেও আমাদের হোম সিরিজের আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু ভারতীয় বোর্ড জানায়, তারা বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পায়নি। তার প্রমাণ না দেখাতে পারলে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। ভারতের জন্য আমাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। তার ক্ষতিপূরণও চাইব ওদের থেকে।’’

Advertisement

এই অবস্থায় আইপিএল টিমের সঙ্গে খেলার অনুমতি চেয়ে অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করলেন পাক সুপার লিগের কর্তা জাভেদ আফ্রিদি। যিনি পেশোয়ার জালমির মালিক। বোর্ড প্রেসিডেন্টের বাড়ি গিয়ে তাঁকে পেশোয়ারের জার্সিও উপহার দেন পাক ব্যবসায়ী জাভেদ। অনুরাগের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘‘দু’দেশের মধ্যে শান্তি স্থাপন করবে এ সব ম্যাচ। আইপিএল টিমগুলোর সঙ্গেও কথা হয়েছে, পাক সুপার লিগের টিমের বিরুদ্ধে খেলা নিয়ে। তার জন্য বোর্ডের অনুমতি দরকার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement