Pakistan's Arshad Nadeem won't travel to India

পহেলগাঁওকাণ্ডের জের? নীরজের প্রতিযোগিতায় খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত পাকিস্তানের আর্শাদের

আগামী ২৪ মে নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’ আয়োজন করছেন নীরজ চোপড়া। তবে সেই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে না আর্শাদ নাদিমকে। পাকিস্তানের খেলোয়াড় নাদিম জানিয়েছেন, তিনি ভারতে আসবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:১৫
Share:

পাকিস্তানের খেলোয়াড় আর্শাদ নাদিম। ছবি: রয়টার্স।

আগামী ২৪ মে নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’ আয়োজন করছেন নীরজ চোপড়া। সেই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের আর্শাদ নাদিমকে। কিন্তু প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের খেলোয়াড় নাদিম বুধবার জানিয়ে দিয়েছেন, তিনি ভারতে আসবেন না।

Advertisement

মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৮ জনের মৃত‍্যু হয়েছে। তার পরেই বুধবার নাদিম সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতে আসবেন না। ঘটনা হল এই জঙ্গি হামলার জেরে বুধবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, পাকিস্তানের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া হবে না। নীরজের প্রতিযোগিতায় খেলতে না আসার সিদ্ধান্ত নাদিম তার কয়েক ঘণ্টা আগে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আগে থেকেই অন্য এক দেশে খেলতে যাওয়ার কথা দিয়ে ফেলায় ভারতে আসতে পারবেন না।

পাকিস্তানের নাদিম এ দিন বলেছেন, “এনসি ক্লাসিক প্রতিযোগিতা হবে ২০ মে (আসলে ২৪ মে)। তবে ২২ মে কোরিয়ায় চলে যাচ্ছি আমি। ওখানে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেব। এ বছরের অনুশীলন এবং প্রতিযোগিতার সূচি আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে। তাই নতুন কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জায়গা আর নেই।” আমন্ত্রণের জন্য নীরজকে ধন্যবাদও জানিয়েছেন নাদিম।

Advertisement

নাদিম যদি নীরজের প্রতিযোগিতায় খেলতে আসতে চাইতেন, তা হলে তিনি আদৌ তা পারতেন কি না, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন থাকত। কারণ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের কোনও নাগরিককেই ভারতে আসার অনুমতি দেওয়া হবে না।

উল্লেখ্য, গত সোমবার জানা গিয়েছিল, নীরজের আয়োজিত প্রতিযোগিতা হরিয়ানার পঞ্চকুলা থেকে সরে বেঙ্গালুরুতে হবে। সে দিনই নীরজ জানিয়েছিলেন, প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে নাদিমকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement