Parthiv Patel

Parthiv Patel: বাবাকে হারালেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার, শোক প্রকাশ সচিন, আরপি সিংহের

মস্তিকে রক্তক্ষরনের জন্য আমদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন পার্থিবের বাবা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৭
Share:

পার্থিব পটেল টুইটার

বাবাকে হারালেন পার্থিব পটেল। রবিবার সকালে প্রয়াত হন তাঁর বাবা অজয়ভাই বিপিনচন্দ্র পটেল। টুইট করে এই খবর জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার। নেটমাধ্যমে পার্থিবকে সমবেদনা জানান আরপি সিংহ, সচিন তেন্ডুলকররা।

Advertisement

টুইটারে পার্থিব লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা অজয়ভাই বিপিনচন্দ্র পটেল প্রয়াত হয়েছেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। আপনারা প্রার্থনা করুন।’

অনেক দিন ধরেই মস্তিকে রক্তক্ষরণের জন্য আমদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন পার্থিবের বাবা।

Advertisement

মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় পার্থিবের। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। তবে শুধু আরসিবি নয়, চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স, সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জাস, মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও আইপিএল-এ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement