Sports

নরসিংহের পরিবর্ত হিসাবে প্রবীণের নাম ঘোষণা করল ভারত

রিওতে নরসিংহ যাদবের বদলির নাম ঘোষণা করে দিল ভারত। ২৬ বছরের নরসিংহের জায়গায় ৭৪ কিলোগ্রাম ফ্রিস্টাইল বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রবীণ রাণা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ১৪:৩৯
Share:

নরসিংহের বদলি প্রবীণ রাণা

রিওতে নরসিংহ যাদবের বদলির নাম ঘোষণা করে দিল ভারত। ২৬ বছরের নরসিংহের জায়গায় ৭৪ কিলোগ্রাম ফ্রিস্টাইল বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রবীণ রাণা।

Advertisement

বিশ্ব কুস্তি সংস্থাকে মঙ্গলবার ভারতীয় অলিম্পিক্স কমিটি অনুরোধ করেছে, সাময়িক ভাবে নরসিংহের পরিবর্ত হিসেবে প্রবীন রাণার নাম রাখার। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ী রাণা বুধবার ভারতীয় টিমের সঙ্গে জর্জিয়ায় উড়ে যাবেন বলে শোনা যাচ্ছে। অলিম্পিক্স শুরুর আগে সেখানেই নাকি তিনি ভারতীয় দলের সঙ্গে ট্রেনিং করবেন। যদিও ভারতীয় শিবির থেকে জানানো হয়েছে, নরসিংহকে পাওয়ার বিষয়ে এখনই হাল ছাড়ছে না তারা। কিন্তু যেহেতু পরিবর্ত পাঠানোর শেষ দিন পেরিয়ে যাচ্ছিল, তাই তড়িঘড়ি প্রবীনের নাম ঘোষণা। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ বলেন, “২৫ তারিখ পরিবর্ত পাঠানোর শেষ দিন ছিল। তবে আমরা নরসিংহকে নিয়ে আশা ছাড়ছি না। একান্ত যদি ও না যেতে পারে, তা হলে ভারত ওই ইভেন্টে প্রতিনিধি শূন্য হবে না।”

আরও পড়ুন:
রাঁধুনির চাঞ্চল্যকর দাবিতে নতুন ঝাঁঝ নরসিংহ নাটকে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement