ভাঙচুর করে ক্ষমা চাইলেন পোগবা

এতটা হতাশ হওয়ার কারণ, ফ্রান্সে গিয়ে পিএসজি-র বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলার সুযোগ হারানো। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়দিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২০
Share:

পল পোগবা

চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) বিরুদ্ধে ম্যাচে দু’বার হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয়েছিল পল পোগবাকে। জানা যাচ্ছে, সে দিন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে ফিরে ফরাসি তারকা সাংঘাতিক মাথা গরম করেন। শুধু তাই নয়, নিজের লকারও ভেঙে ফেলেন। তাঁর এতটা হতাশ হওয়ার কারণ, ফ্রান্সে গিয়ে পিএসজি-র বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলার সুযোগ হারানো।

Advertisement

দু’বার হলুদ কার্ডে তাঁর লাল কার্ডের সমান শাস্তি হওয়ায় মারাত্মক হতাশ হন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। ম্যাচের পরে বলেছিলেন, ‘‘লাল বা হলুদ কার্ড ফুটবলের অঙ্গ। কিন্তু মাঝে মধ্যে সেটা দুর্ভাগ্যজনক ভাবে ঘটে। পলের ক্ষেত্রে সেটাই হয়েছে। দানি আলভেসকে এমন কিছু মারাত্মক ফাউল ও কিন্তু করেনি।’’ শুক্রবার ম্যান ইউয়ের একটি সূত্র জানিয়েছে, পোগবা মাথা গরম করার জন্য ক্লাব, ম্যানেজার এবং সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে খেলতে পারবেন না ভেবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই মাথা গরম করে ফেলেন।

চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা পিছিয়ে পড়লেও পোগবারা চান, এ বার যে কোনও ভাবে প্রিমিয়ার লিগ প্রথম চারে শেষ করার। যদিও খেতাবের স্বপ্ন সম্ভবত আর দেখছে না রেড ডেভিলস। লিগ উত্তেজক পরিণতির দিকে যাচ্ছে। খেতাব জেতার দৌড় এখন মূলত তিন ক্লাবের। লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার। লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটি এখন এক বিন্দুতে। দু’দলের পয়েন্ট ৬৫। লিভারপুল একটা ম্যাচ কম খেলেছে (২৬টি)। পিছিয়ে নেই মাউরিসিয়ো পচেত্তিনোর টটেনহ্যাম। তাদের পয়েন্ট ৬০। ২৩ ফেব্রুয়ারি টার্ফ মুরে নিজেদের ২৭ নম্বর ম্যাচে বার্নলিকে হারালে প্রথম দু’দলের কাছাকাছি দলে আসবে টটেনহ্যাম। ফুটবল বিশ্লেষকেরা বলছেন, সে সম্ভাবনা উজ্জ্বল। আহত হ্যারি কেন আর ডেলে আলিকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ হারিয়ে স্পার্স এখন রীতিমতো উজ্জীবিত। টটেনহ্যামের জন্য ভাল খবর, বার্নলি ম্যাচে হ্যারি কেন এবং ডেলে দলে ফিরতে পারেন।

Advertisement

গত মরসুমে ম্যাঞ্চেস্টার সিটি যে ভাবে একপেশে মেজাজে লিগ নিয়ন্ত্রণ করেছে এ বার ছবিটা তা নয়। ফুটবল বিশ্লেষকেরা টটেনহ্যামকেও হিসেবের মধ্যে রাখছেন। যদিও বহু বছর তারা বড় ট্রফি জেতেনি। প্রিমিয়ার লিগে তাদের আরও পরীক্ষা দিতে হবে। ফেব্রুয়ারির শেষে চেলসির সঙ্গে খেলা। ২ মার্চ প্রতিপক্ষ আর্সেনাল। মার্চেই অ্যানফিল্ডে খেলতে হবে লিভারপুলের বিরুদ্ধে। পচেত্তিনো বলেছেন, ‘‘আমাদের লিগ জয়ের সম্ভাবনা কতটা জানি না। এটুকু বলতে পারি, ছেলেরা ভাল ফুটবল খেলার জন্য উন্মুখ। কে না জানেন, ভাল খেললে ভাল ফল পাওয়া যায়। দেখা যাক, শেষ পর্যন্ত কত দূর কী করতে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন