Sports News

বিসিসিআইকে আইনি নোটিস পাঠাল পিসিবি

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতায় যাবে না বিসিসিআই। যে কারণে চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে সিরিজ নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান আগেই জানিয়ে রেখেছিল আইনি পথেই হাঁটবে তাঁরা। সেই মতো বিসিসিআইকে আইনি নোটিস পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ২২:৫৪
Share:

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতায় যাবে না বিসিসিআই। যে কারণে চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে সিরিজ নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান আগেই জানিয়ে রেখেছিল আইনি পথেই হাঁটবে তাঁরা। সেই মতো বিসিসিআইকে আইনি নোটিস পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

২০১৫ থেকে ২০২৩ এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ছ’টি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু ভারত খেলবে না বলেই জানিয়ে দিয়েছে। পাকিস্তানর ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বুধবারই পিসিবির পক্ষ থেকে আইনি নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, বোর্ডের আইনি বিষয়ক কমিটির উপদেশের উপর ভিত্তি করেই লন্ডনের এক জনপ্রিয় ল ফার্ম এই আইনি নোটিস তৈরি করেছে। যেখানে ভারতের থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে। সেই নোটিস আজ পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও খবর: পুণের সামনে ১৫৬ রানের টার্গেট রাখল কলকাতা

Advertisement

২০১৪ সালে এই মৌ সাক্ষরিত হয়েছিল। কিন্তু বিসিসিআই সেই চুক্তির সম্মান রাখেনি বলেই মনে করছে পিসিবি। তাদের মতে ভারতের এই বার বার নাকচ করার কারণে বোর্ডের অনেক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ২০১৫ থেকে তিনটি সিরিজ বাতিল হয়েছে। যার মধ্যে দুটো পাকিস্তানের আয়োজন করার কথা ছিল। যে কারণে প্রভুত ক্ষতি হয়েছে পাক বোর্ডের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন