ধোনিকেই প্রশ্ন করুন, বললেন সৌরভ

প্রসঙ্গত এ বার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল থেকে ভারতীয় দলের বিদায়ের পরে ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ধোনি। তিনি কবে ফিরবেন মাঠে অথবা কবে অবসর ঘোষণা করবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও ‘ক্যাপ্টেন কুল’ তা নিয়ে নীরবই থেকেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ০৩:১৩
Share:

ছবি পিটিআই।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা কি রয়েছে? বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, সেই প্রশ্নটা করা হোক ধোনিকেই।

Advertisement

দিন কয়েক আগে মুম্বইয়ে এক অনুষ্ঠানে স্বয়ং ধোনির দিকেই এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল। তখন প্রাক্তন ভারত অধিনায়ক সাফ জানিয়ে দেন, আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত তা নিয়ে কোনও জবাব দেবেন না। রবিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে সাংবাদিক বৈঠকে ধোনির আবার ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। সৌরভ বলে দেন, ‘‘দয়া করে এটা নিয়ে ধোনিকেই জিজ্ঞাসা করুন।’’

প্রসঙ্গত এ বার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল থেকে ভারতীয় দলের বিদায়ের পরে ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ধোনি। তিনি কবে ফিরবেন মাঠে অথবা কবে অবসর ঘোষণা করবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও ‘ক্যাপ্টেন কুল’ তা নিয়ে নীরবই থেকেছেন। গত মাসে ঝাড়খণ্ডে নেটে দু’একদিন ব্যাট হাতে অনুশীলনে নামায় অনেকেই মনে করেছিলেন, হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ফেরার কথা ভাবছেন। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান এম এস কে প্রসাদ।

Advertisement

সম্প্রতি ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীও জানান, ধোনিকে নিয়ে ধীরে চলো নীতিতে বিশ্বাস রাখছেন। শাস্ত্রী স্পষ্ট করে দেন, আগামী বছরের আইপিএল-ই ধোনির কাছে বড় মঞ্চ হতে চলেছে। তার মধ্যেই ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনদের মতো তরুণ উইকেটরক্ষকদের পারফরম্যান্সও ভাল ভাবে খতিয়ে দেখা হবে। হেড কোচের বক্তব্যেই পরিষ্কার, ধোনিকে এখনই খারিজ করার ভাবনা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন