Sports News

‘লোকে আমার ছেলেকে বলছে আমার থেকেও বড় প্লেয়ার আছে’

তাঁর থেকেও বড় ফুটবলার রয়েছে এই বিশ্বে। সদ্য চতুর্থবার ব্যালন ডি’ওর জিতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাও তাঁর চেলেকে শুনতে হচ্ছে এমন কথা। রোনাল্ডো বিরোধিদের শিকার হচ্ছে তাঁর ছোট্ট ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ২০:৪৯
Share:

তাঁর থেকেও বড় ফুটবলার রয়েছে এই বিশ্বে। সদ্য চতুর্থবার ব্যালন ডি’ওর জিতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাও তাঁর চেলেকে শুনতে হচ্ছে এমন কথা। রোনাল্ডো বিরোধিদের শিকার হচ্ছে তাঁর ছোট্ট ছেলে। রোনাল্ডোর বলেন, ‘‘এরকম অনেক মানুষ আছেন যাঁরা কখনও ওকে বলে, তোমার বাবার থেকে বড় ফুটবলার আছে। কিন্তু ও জানে এই সবের সঙ্গে কী করে মানিয়ে নিতে হয়।’’ রোনাল্ডো অবশ্য ছেলেকে নিজের মতোই স্মার্ট বলছেন। তিনি বলেন, ‘‘ও খুব স্মার্ট। আমার মতই। আমি কখনও কখনও ওকে বলি তুমি তোমার মতো থাকো, আর সবার সঙ্গে ভদ্র ব্যবহার কর।’’

Advertisement

ছেলে বড় হচ্ছে তাই প্রকৃত বাবার মতো ছেলেকে নিয়ে চিন্তায় রোনাল্ডো। চান সব কিছু কাটিয়ে ছেলে তাঁর মতই ফুটবলার হোক। ও একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু অনেক হিংসাত্মক মানুষ রয়েছে। কিন্তু আমি ওকে সব সময় আনন্দেই থাকতে দেখেছি।’’ ছেলেকে ফুটবলার করতে এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন রোনাল্ডো। বলেন, ‘‘আমি অবশ্যই চাই ও ফুটবলার হোক। কিন্তু আমি জানি এটা একটা বড় চ্যালেঞ্জ, অত সহজ নয়। তবে আমি যদি ওকে চাপ না দিই ও যেটা চায় তা হলে ও সেটাই হবে। ওকে ফুটবলার হওয়ার জন্য হালকা চাপ দিতে পারি। কিন্তু গোলকিপার নয় আমি চাই ও যেন আমার মতই ফরোয়ার্ডে খেলে।’’

আরও খবর: প্রিমিয়ার লিগের চক্রব্যূহে হারাচ্ছে পেপের তিকিতাকা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement