রিভাল্ডোর মতে স্পেনে ফিরতে পারেন পেপ

গুয়ার্দিওলার সাফল্যে বিস্মিত রিভাল্ডোও। তিনি বলেছেন, ‘‘বার্সেলোনায় খেলার সময়ই ড্রেসিংরুমে গুয়ার্দিওলা বলত, ভবিষ্যতে ম্যানেজার হতে চায়। ও যে সফল ম্যানেজার হতে পারে তা আমি কখনওই ভাবতে পারিনি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০১৯ ০৫:০০
Share:

রিভাল্ডো।

ম্যাঞ্চেস্টার সিটি-কে টানা দু’বার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছেন পেপ গুয়ার্দিওলা। স্পেন, জার্মানির পরে ইংল্যান্ডেও যে লিগ জয়ের হ্যাটট্রিক করতে চান তিনি, আটচল্লিশ ঘণ্টা আগেই জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ম্যান সিটিতে গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। নেপথ্যে বিশ্বকাপজয়ী ব্রাজিলের প্রাক্তন তারকা রিভাল্ডো। বার্সেলোনায় গুয়ার্দিওলার সতীর্থ ছিলেন রিভাল্ডো। তিনি বলেছেন, ‘‘পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসে গুয়ার্দিওলা। ওর পক্ষে সবাইকে ছেড়ে দূরে থাকা কঠিন। স্পেনে ফিরে এলে সেই সমস্যা হবে না।’’ তিনি যোগ করেছেন, ‘‘আমার মনে হয় এই গ্রীষ্মেই স্পেনে মনের মতো কাজের সুযোগ পাবে গুয়ার্দিওলা। সেক্ষেত্রে ওর ইংল্যান্ড ছাড়তে সমস্যা হবে না।’’

Advertisement

গুয়ার্দিওলার সাফল্যে বিস্মিত রিভাল্ডোও। তিনি বলেছেন, ‘‘বার্সেলোনায় খেলার সময়ই ড্রেসিংরুমে গুয়ার্দিওলা বলত, ভবিষ্যতে ম্যানেজার হতে চায়। ও যে সফল ম্যানেজার হতে পারে তা আমি কখনওই ভাবতে পারিনি।’’ উচ্ছ্বসিত রিভাল্ডো যোগ করেছেন, ‘‘এই মুহূর্তে গুয়ার্দিওলা যে বিশ্বের অন্যতম সেরা ম্যানেজার, তা নিয়ে কোনও সন্দেহই নেই।’’ ম্যান সিটি ম্যানেজারের সাফল্যের কারণও ব্যাখ্যা করেছেন ব্রাজিলের প্রাক্তন তারকা। তিনি বলেছেন, ‘‘ফুটবলারদের সঙ্গে কথা বলার বিশেষ ক্ষমতা রয়েছে গুয়ার্দিওলার। মানুষ হিসেবে ও কতটা বড় সেটা সহজে বুঝিয়ে দেয়।’’ শুধু ম্যান সিটিতে গুয়ার্দিওলার ভবিষ্যৎ নয়, লিয়োনেল মেসি এ বার ব্যালন ডি’ওর পাবেন কি না তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। সের্খিয়ো আগুয়েরো মনে করেন লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও আর্জেন্টিনা জাতীয় দলে তাঁর সতীর্থই এগিয়ে।

টেবল টেনিস: ৫০জনকে নিয়ে শুরু হল ইন্ডিয়ান অয়েল সামার টেবল টেনিস ক্যাম্প। ৮ থেকে ১২ বছর বয়সি ছেলে, মেয়েরা তাতে যোগ দিয়েছে। বুধবার অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন অনিন্দিতা চক্রবর্তী ও

Advertisement

সৌরভ চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন