পার্সিকে জার্সি উপহার বিরাটদের

ড্রেসিংরুমের নীচে তিনি দাঁড়িয়ে ছিলেন। রবি শাস্ত্রী ডাকলেন দোতলার ব্যালকনি থেকে ‘পার্সি, পার্সি’ বলে। তিনি উপরে তাকাতেই ভারতীয় দলের একটি জার্সি ছুড়ে দিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৩:৫২
Share:

আপ্লুত: বিরাটদের সই করা জার্সি নিয়ে পার্সি। —নিজস্ব চিত্র।

মাঠে ভারত জেতার পরে অবশ্য আর এক জনকেও ভাল একটা ‘ক্যাচ’ নিতে দেখা গেল। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের চিয়ারলিডার পার্সি অভয়শেখর। ড্রেসিংরুমের নীচে তিনি দাঁড়িয়ে ছিলেন। রবি শাস্ত্রী ডাকলেন দোতলার ব্যালকনি থেকে ‘পার্সি, পার্সি’ বলে। তিনি উপরে তাকাতেই ভারতীয় দলের একটি জার্সি ছুড়ে দিলেন।

Advertisement

পার্সি সেটা ক্যাচ লুফে দেখলেন, তাঁর জন্মদিন উপলক্ষে ভারতীয় দলের ক্রিকেটারেরা সকলে সই করে উপহার দিয়েছেন। বিরাট কোহালি থেকে শুরু তাঁর বিশেষ ভক্ত রোহিত শর্মা— সকলে সই করেছেন। আর জার্সির ওপরে বিশেষ বার্তা লেখা ভারতীয় দলের পক্ষ থেকে— ‘উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে, পার্সি আঙ্কল’।

আরও পড়ুন: ঘরে-বাইরে ভাবনাটাই ভুলে যেতে চান বিরাট

Advertisement

গলে টেস্ট ম্যাচের শেষ দিনেই ছিল পার্সির জন্মদিন। কিন্তু ওখানে খেলা আগেই শেষ হয়ে গিয়েছিল বলে কোহালিরা তাঁদের উপহার তখন তুলে দিতে পারেননি। তাই কলম্বোর এসএসসি-তে সেটা তুলে দিলেন শাস্ত্রী। অভিভূত পার্সি জার্সিটা হাতে নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন। কে বলবে, এক সময় তিনি ভারতীয় ক্রিকেটারদের কানের পাশে গিয়ে তাঁদের আউট হওয়ার কু-ডাক ডাকতেন। এখন যে শুধুই বন্ধুত্ব!

দ্বিতীয় ইনিংসে খুশি চণ্ডীমল: ভারতের কাছে সিরিজ হার নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চণ্ডীমল বলেন, ‘‘টস তো আর আমাদের হাতে নেই। প্রথম ইনিংসে ব্যাটিং, বোলিংয়ে আমাদের হারিয়ে দেয় ওরা। কিন্তু দ্বিতীয় ইনিংসের খেলায় আমি খুশি। কুশল, দিমুথ দুজনেই অসাধারণ ব্যাটিং করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement