সুশীলের আর্জি খারিজ আদালতে

ট্রায়াল হচ্ছে না। রিও অলিম্পিক্সে কুস্তির ৭৪ কেজি বিভাগে ভারতের হয়ে নামবেন নরসিংহ যাদবই। সুশীল কুমার নয়। সোমবার দিল্লি হাইকোর্ট দু’বারের অলিম্পিক্স পদকজয়ীর আবেদন খারিজ করে দিল। সুশীল অবশ্য তাতেও দমছেন না। প্রস্তুত হচ্ছেন এ বার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। সুশীলের আবেদন ছিল, রিও কে যাবে তা ঠিক করতে ট্রায়ালের ব্যবস্থা করা হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:৪৫
Share:

রিওতে দেখা যাবে না এই ছবি।

ট্রায়াল হচ্ছে না। রিও অলিম্পিক্সে কুস্তির ৭৪ কেজি বিভাগে ভারতের হয়ে নামবেন নরসিংহ যাদবই। সুশীল কুমার নয়। সোমবার দিল্লি হাইকোর্ট দু’বারের অলিম্পিক্স পদকজয়ীর আবেদন খারিজ করে দিল। সুশীল অবশ্য তাতেও দমছেন না। প্রস্তুত হচ্ছেন এ বার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য।

Advertisement

সুশীলের আবেদন ছিল, রিও কে যাবে তা ঠিক করতে ট্রায়ালের ব্যবস্থা করা হোক। কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমোহন সিংহ এ দিন আবেদন খারিজ করে বলেছেন, ‘‘সুশীলের রেকর্ড খুব ভাল হলেও জাতীয় কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না।’’ ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছিল নরসিংহ যাদবকেই রিও পাঠানো হবে। ২৬ বছরের নরসিংহ গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিক্সে যাওয়ার যোগ্যতা পান। তা ছাড়া এই বিভাগে তিনি গত বছর থেকে ধারাবাহিক ভাবে পারফর্ম করে আসছেন। সুশীল গ্লাসগোয় ২০১৪ কমনওয়েলথ গেমসের পর কাঁধের চোটে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া দু’বছর ম্যাটে নামতেই পারেননি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেও ফেডারেশন ট্রায়ালের ব্যবস্থা করেছিল। কিন্তু সুশীল তাতে ছিলেন না। তখন তাঁর চোটের সমস্যাও ছিল। গত বছর ডিসেম্বরে প্রো কুস্তি লিগেও সুশীল খেলেননি। তবে হাইকোর্টে তাঁর আবেদন খারিজ হওয়ার পর ফের ফেডারেশনের সঙ্গে কথা বলতে চান তিনি বলে ঘনিষ্টমহলে জানিয়েছেন। তার পর প্রয়োজন পড়লে সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারেন এমন ইঙ্গিতও নাকি দিয়েছেন।

এ দিন আদালত তাঁর আবেদন খারিজ করতে গিয়ে বলেছে, ফেডারেশনের রিওর বাছাই পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই। অস্বাভাবিক কিছু না দেখলে তাই হাইকোর্ট ফেডারেশনের কাজে নাক গলাতে পারে না। এর আগে আদালত সুশীল-নরসিংহ নির্বাচন যুদ্ধে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল। সঙ্গে সুশীলের আবেদনের ব্যাপারটা দেখতে বলেছিল ফেডারেশনকে। সুশীল এবং তাঁর কোচের সঙ্গে এর পর কথা বলে ফেডারেশন কর্তারা। এর পরই ফেডারেশনের তরফে নরসিংহকে রিও পাঠানোর ইঙ্গিত আরও জোর পায়। তার প্রথম কারণ যে যোগ্যতা অর্জন করে তাঁকেই অলিম্পিক্সে পাঠানোর পরম্পরা, আর নরসিংহের পারফরম্যান্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement