Spotrs News

আঙুল নড়ছে, এটাই সেরা ক্রিসমাস উপহার

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ঘণ্টাকয়েকের ভেতর পেত্রা কিভিতোভা ছুরি আক্রান্ত-উত্তর প্রথম সাংবাদিক সম্মেলনে বসে পড়লেন। যেখানে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়নের আজ মন্তব্য, ‘‘বাঁ হাতের আঙুল নাড়তে পারছি এখন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৪
Share:

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কি‌ভিতোভা। শুক্রবার প্রাগে।-রয়টার্স

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ঘণ্টাকয়েকের ভেতর পেত্রা কিভিতোভা ছুরি আক্রান্ত-উত্তর প্রথম সাংবাদিক সম্মেলনে বসে পড়লেন। যেখানে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়নের আজ মন্তব্য, ‘‘বাঁ হাতের আঙুল নাড়তে পারছি এখন। এর চেয়ে ভাল ক্রিসমাস উপহার এ বার আমি আর কী আশা করতে পারতাম!’’

Advertisement

দিন তিনেক আগে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগারো নম্বর চেক টেনিস তারকাকে তাঁর বাড়িতে ঢুকে এক দুষ্কৃতী বাঁ হাতে ছুরি মারে। সেটাই কিভিতোভার খেলার হাত। এ দিন কিভিতোভা ছুরিকাহত সেই হাতের তালু থেকে কব্জির অনেকটা উপর পর্যন্ত মোটা ব্যান্ডেজ বেঁধে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন। তবে সে দিন নিজের বাড়িতে ডাকাতির চেষ্টায় আসা দুষ্কৃতীর ছুরিতে বড়সড় আঘাত পাওয়ার পর কিভিতোভাকে যেমন ভীত, সন্ত্রস্ত দেখিয়েছিল, এ দিন তার থেকে অনেকটাই স্বাভাবিক মনে হয়েছে তাঁকে। প্রাগের সাংবাদিক সম্মেলনে স্থানীয় মিডিয়ার সঙ্গে চেক ভাষায় কথোপকথনের সময় তাঁকে হাল্কা মেজাজে মাঝেমধ্যে হাসতেও দেখা যায়। লিখিত বিবৃতিও পাঠ করেন।

তার পর ইংরেজি বলেন, ‘‘আমি খুব খুশি মনে আপনাদের জানাচ্ছি যে এখন বেশ সুস্থ বোধ করছি। আমার এই খারাপ সময়ে মেডিক্যাল স্টাফ, পুলিশ, আমার পরিবার, আমার পুরো টিম আমাকে সমস্ত রকমের সাহায্য করেছে।’’ বলে কিভিতোভা যোগ করেন, ‘‘গত চার দিন আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা নিয়েছে তাদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ দিচ্ছি। টেনিসমহল, আমার ফ্যান, সাধারণ মানুষের থেকে আমি যে রকম শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছি তাতে আমি মুগ্ধ।’’ কিভিতোভা এ-ও জানান, গতকাল সকালে চিকিৎসকের সঙ্গে একটা সেশনের পর থেকে তিনি বাঁ-হাতের আঙুল নাড়াতে পারছেন। ‘‘তখনই প্রথম মনে হল, এ বারের সেরা ক্রিসমাস উপহার পেয়ে গেলাম,’’ বলেন তিনি।

Advertisement

এ দিনই চেক পুলিশ কিভিতোভার উপর আক্রমণকারীর সম্ভাব্য এক স্কেচ প্রকাশ করেছে। তবে এখনও অপরাধী ধরা পড়েনি। কিভিতোভার পুরো ভাল সময়ও এখনই ফিরছে না। নিজেই জানিয়েছেন, আগামী তিন মাস তিনি বাঁ-হাতে র‌্যাকেট ধরতে পারবেন না। আর কোর্টে আগামী ছয় মাসের আগে ফেরার কথা ভাবছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন