(বাঁ দিকে) আসিম মুনির এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।
আরও এক বার ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে অভিনব যা, তা হল, পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরকে সে দেশের ‘প্রধান’ বলে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি মুনিরের নামোল্লেখ করার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের নাম নিলেন তিনি।
সোমবার ফ্লরিডায় ট্রাম্প বলেন, “আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পরমাণুযুদ্ধ আটকে দিয়েছি।” তার পরেই আত্মপ্রশংসার সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পাকিস্তানের প্রধান, খুবই সম্মাননীয় সেনাকর্তা এবং ফিল্ড মার্শাল (মুনির) এবং সে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ট্রাম্প ১০ মিলিয়ন (১ কোটি) বা তার বেশি প্রাণ বাঁচিয়ে দিয়েছেন।” ট্রাম্প এ-ও জানিয়েছেন, রুশ-ইউক্রেন যুদ্ধ ছাড়া বিশ্বের বাকি সব যুদ্ধই তিনি থামাতে পেরেছেন।
তবে ট্রাম্প যে ভাবে মুনিরকে ‘পাকিস্তানের প্রধান’ বলে অভিহিত করেছেন, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। মুনির পাকিস্তানের এক বিতর্কিত চরিত্র। অনেকেই মনে করেন, পাকিস্তানের শাহবাজ় সরকারকে নেপথ্যে থেকে নিয়ন্ত্রণ করেন তিনিই। ঘটনাচক্রে, গত ছ’মাসে দু’বার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুনিরের। জুন মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন মুনির। সেই প্রথম বেসামরিক রাষ্ট্রপ্রধান ছাড়া কোনও পাক সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজন এবং বৈঠক করেন কোনও মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার জন্য পাকিস্তানকেও সেনা পাঠানোর অনুরোধ করেছেন ট্রাম্প। সংবাদসংস্থা রয়টার্স দু’টি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে যাচ্ছেন মুনির।