Sport News

বাড়ি ফিরলেন পিকে

পিকে-র শরীরে সোডিয়াম কমে গিয়েছিল। তিনি অসংলগ্ন কথা বলছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ০৪:৪৫
Share:

—ফাইল চিত্র।

কিংবদন্তি ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তিরাশি বছর বয়সি দেশের অন্যতম সেরা কোচ ও ফুটবলার গত ২১ জানুয়ারি দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে সল্টলেকের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

পিকে-র শরীরে সোডিয়াম কমে গিয়েছিল। তিনি অসংলগ্ন কথা বলছিলেন। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এমনিতে বয়সজনিত নানা ব্যাধিতে বেশ কিছুদিন অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন তিনি। তাঁর হাঁটতে চলতে কষ্ট হয়। পারিবারিক সূত্রের খবর, এই মুহূর্তে তিনি সুস্থ আছেন। হাসপাতালের পক্ষ থেকে, পিকে-কে নিয়মিত ফিজিয়োথেরাপি করার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement