Power-Lifter Death

অনুশীলনের সময় মাথায় পড়ল ২৭০ কেজির রড, মৃত্যু জুনিয়র ন্যাশনালে সোনাজয়ী মেয়ের

অনুশীলনে ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড। মৃত্যু হল ভারতের ১৭ বছর বয়সি পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের। রাজস্থানের এই মহিলা পাওয়ারলিফ্টার জুনিয়র জাতীয় গেমসে সোনা জিতেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮
Share:

(বাঁ দিকে ) যষ্টিকা আচার্য, ঘটনার মুহূর্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অনুশীলনে ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড। মৃত্যু হল ভারতের ১৭ বছর বয়সি পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের। রাজস্থানের এই মহিলা পাওয়ারলিফ্টার জুনিয়র জাতীয় গেমসে সোনা জিতেছিলেন। রাজস্থানের বিকানেরে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

মঙ্গলবার জিমে অনুশীলন করছিলেন যষ্টিকা। সে সময়ে ২৭০ কেজির রড তাঁর ঘাড়ে এসে পড়ে। ঘাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।

বিকানেরের নয়া শহরের এসএইচও বিক্রম তিওয়ারি যষ্টিকার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, জিমে যখন অনুশীলন করছিলেন যষ্টিকা, তখন সঙ্গে ছিলেন তাঁর ট্রেনার। ওই ট্রেনারও আহত হন। তবে তাঁর সামান্য চোট লেগেছে। যষ্টিকার পরিবারের পক্ষ থেকে এই নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।

Advertisement

অনেকেই বলছেন, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। অনুশীলনের সময় যেন ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement