ধোনিদের কোচ হতে আবেদন ভেঙ্কটেশ প্রসাদের

রবি শাস্ত্রী ও সন্দীপ পাটিলের পর এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন জানালেন ভেঙ্কটেশ প্রসাদ ও বলবিন্দর সিংহ সান্ধু। বুধবারই এই দুই প্রাক্তন ক্রিকেটার বিসিসিআই-এ তাঁদের আবেদনপত্র জমা দিয়েছেন। সান্ধু ১৯৮৩র বিশ্বকাপ দলের সদস্য ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ২০:৪১
Share:

রবি শাস্ত্রী ও সন্দীপ পাটিলের পর এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন জানালেন ভেঙ্কটেশ প্রসাদ ও বলবিন্দর সিংহ সান্ধু। বুধবারই এই দুই প্রাক্তন ক্রিকেটার বিসিসিআই-এ তাঁদের আবেদনপত্র জমা দিয়েছেন। সান্ধু ১৯৮৩র বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। সান্ধু বলেন, ‘‘আমি জানি সন্দীপ ও রবি এই পদের জন্য আবেদন জানিয়েছেন। আমি ওদের শুভেচ্ছা জানাই।’’

Advertisement

সান্ধু আটটি টেস্ট ও ২২টি ওয়ান ডে খেলেছেন। তিনিই ১৯৮৩তে বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে প্রথম উইকেটটি নিয়েছিলেন। খেলা ছাড়ার পর কোচিংও করিয়েছেন তিনি। ভেঙ্কটেশ প্রসাদ বলেন, ‘‘আমি আজ সকালে আবেদন জানিয়েছি।’’এই মুহূর্তে বিসিসিআই-এর জুনিয়র সিলেকশন কমিটিতে রয়েছেন। ৩৩টি টেস্টে ৯৬টি উইকেট ও ১৬১টি একদিনের ম্যাচে ১৯৬টি উইকেট রয়েছে প্রসাদের দখলে। ১০ জুন আবেদন জানানোর শেষ দিন।

আরও খবর

Advertisement

হেড কোচ হতে রবি শাস্ত্রীর শর্ত বিসিসিআইকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement