সচিন-কাম্বলির গুরুকুলে পৃথ্বী

আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে নেমে পড়েছেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের বাইরেই ছিলেন পৃথ্বী। চোটের জন্য মুম্বইয়ের হয়ে মরসুমের প্রথম রঞ্জি ম্যাচও খেলেননি তিনি। কিন্তু তা বলে প্রস্তুতিতে ঘাটতি নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

পটনা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ০৩:৫৫
Share:

পরামর্শ: সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলির মূল্যবান উপদেশ নতুন প্রতিভা পৃথ্বী শ-কে। মঙ্গলবার। পিটিআই

আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে নেমে পড়েছেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের বাইরেই ছিলেন পৃথ্বী। চোটের জন্য মুম্বইয়ের হয়ে মরসুমের প্রথম রঞ্জি ম্যাচও খেলেননি তিনি। কিন্তু তা বলে প্রস্তুতিতে ঘাটতি নেই। ডি ওয়াই পটেল স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের কোচিং অ্যাকাডেমিতে ব্যাট হাতে নেমে পড়তে দেখা গিয়েছে পৃথ্বীকে। অ্যাকাডেমির দুই প্রশিক্ষক সচিন এবং বিনোদ কাম্বলির সঙ্গেও অনেকটা সময় কথা বলেছেন এই তরুণ ব্যাটসম্যান।

Advertisement

আপনি কি কোনও বিশেষ পরামর্শ দিয়েছেন পৃথ্বীকে? প্রশ্নের জবাবে কাম্বলি বলেন, ‘‘আমি পৃথ্বীকে একটা কথাই বলেছি— তোমার স্বাভাবিক খেলাটা খেলে যাও। পৃথ্বীর সঙ্গে আমার প্রায়ই কথা হয়। আমি এও বলেছি, বেশি কিছু ভাববে না। মাঠে নেমে নিজের স্বাভাবিক ব্যাটিংটা করো আর খেলাটা উপভোগ করো। নিজের ওপর সব সময় বিশ্বাস রেখো। অস্ট্রেলিয়া বা যে কোনও বিদেশ সফরেই মানসিকতা ঠিক রাখাটা খুবই জরুরি।’’ পৃথ্বী সম্পর্কে প্রাক্তন বাঁ হাতি ভারতীয় ব্যাটসম্যানের উপলব্ধি, ‘‘পৃথ্বী এক জন ভাল স্ট্রোক প্লেয়ার। ও সব সময় শট খেলতে ভালবাসে। দ্রুত রান তুলতে চায়।’’

অস্ট্রেলিয়া সফরে ভারতকেই ফেভারিট বলছেন কাম্বলি। তাঁর মতে, স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার না থাকার ফলে টেস্ট সিরিজে অনেক এগিয়েই শুরু করবে বিরাট কোহালির দল। মঙ্গলবার সংবাদ সংস্থাকে কাম্বলি বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ আমরাই জিতব। ওদের দুই সেরা ব্যাটসম্যান (স্মিথ ও ওয়ার্নার) খেলছে না। এই সুযোগ কাজে লাগাতেই হবে।’’

Advertisement

অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-টোয়েন্টি, চারটে টেস্ট এবং তিনটি ওয়ান ডে খেলতে হবে ভারতকে। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু প্রথম টেস্ট। এই সফরে অধিনায়ক কোহালির ফর্ম যে বড় অস্ত্র হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই কাম্বলির। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বলেছেন, ‘‘কোহালি সব সময় রান করার জন্য মুখিয়ে আছে। রানের খিদেটা ওর খুব বেশি। বিরামহীন ভাবে সাফল্যের পিছনে তাড়া করে চলেছে। কোহালির পরিশ্রম, নিষ্ঠা, মাঠে সব সময় ১১০ শতাংশ দেওয়া— এ সবই ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে কোহালির যে ব্যাপারটা খুব ভাল লাগে, তা হল, রানের খিদে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন